হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটালের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 22, 2024, 1:15 PM IST
|Updated : May 22, 2024, 1:38 PM IST
Amit Shah Live from Ghatal: দলের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সনর্থনে ঘাটালে প্রচারসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ আজ, বুধবার ডেবরার হরিমতি হাই স্কুল মাঠে জনসভা করছেন তিনি ৷ ষষ্ঠ দফা তথা 25 মে ভোট হবে পশ্চিম মেদিনীপুরের এই শহরে ৷ নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তাই কোনও রকম ফাঁক রাখতে চায়ছেনা বিজেপি ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে আপিএস ভারতী ঘোষকে প্রার্থী করে গেরুয়া শিবির ৷ তবে 7 লক্ষ ভোটে তাঁকে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ৷ 2014 সাল থেকে ঘাটালের সাংসদ পদ সামলাচ্ছেন ঘাসফুল শিবিরের এই তারকা প্রার্থী ৷ এবারের নির্বাচনেও তাঁর উপরেই ভরসা রেখেছে তৃণমূল ৷ সুতরাং, এই কেন্দ্রে টলিউডের দুই তারকার লড়াই দেখবেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ৷
Last Updated : May 22, 2024, 1:38 PM IST