'বাচ্চারা যেন সব ছেড়েছুড়ে অন্য কাজে না চলে যায়', স্কুলে পরিদর্শনে হুগলির সাংসদ রচনা - TMC MP Rachna Banerjee - TMC MP RACHNA BANERJEE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 8:55 PM IST

Updated : Aug 1, 2024, 9:13 PM IST

"মজা লাগল, বাচ্চাদের সঙ্গে কথা বলতে ৷ ওদের বানান জিজ্ঞাসা করলাম ৷ ভালো লেগেছে", বৃহস্পতিবার সকালে পান্ডুয়ার খন্যান প্রথমিক স্কুল পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি পঞ্চম শ্রেণির ক্লাসঘরে ঢুকে দেখেন এক শিক্ষক বাংলা পড়াচ্ছেন ৷ শ্রেণিকক্ষে নিজের হাতে বই তুলে নেন দিদি নং ওয়ান ৷ খুদে পড়ুয়াদের বানান জিজ্ঞাসা করতে থাকেন সাংসদ ৷ পড়ুয়ারা ঠিকমতো উত্তর দেওয়ায় বলেন 'ওরা ভালো ছেলে' ৷

পরে স্কুল ঘুরে দেখার পর তিনি বলেন, "এমনি সব ঠিক আছে ৷ টেবিল-চেয়ার নেই, কয়েকটা ক্লাস মেঝেতে বসে আছে ৷ একটা কি দুটো ঘর হলে আরও ভালো হয় ৷ দু'টি ঘর বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কারণ, উপর থেকে ছাদের চাঙড় ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপর ৷ সেটা সারালে ঘরটা ঠিক হয়ে যাবে ৷ একটা ঘরে মিড ডে মিলের রান্না হচ্ছে ৷ সেটা খালি করতে পারলে আরেকটা ঘর পাওয়া যায় ক্লাসের জন্য ৷"

সরকারি স্কুলে ইংরেজি পড়াশোনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, "সরকারি স্কুলেও ইংরেজি পড়ানো হয় ৷ বিশ্বাস রাখতে হবে ৷ সরকারি স্কুলেও বাচ্চা ভালো মার্কস পেতে পারে ৷ সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই পড়াশোনায় ভালো হবে, এমনটা নয় ৷ পশ্চিমবঙ্গে বহু মেধাবি পড়ুয়া সরকারি স্কুলের ছাত্রছাত্রী ৷" তিনি জানান, এই ধরনের সরকারি স্কুলের সাহায্য করতে হবে ৷ তিনি বলেন, "এই স্কুলটা পঞ্চম শ্রেণি পর্যন্ত ৷ বাচ্চাদের যেন এমন ভাবে তৈরি করতে পারি, যাতে তারা অন্য স্কুলে গিয়ে ক্লাস সিক্সে গিয়ে ভর্তি হতে পারে ৷" বাচ্চারা যাতে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কোনও কাজ করতে না যায়, এবিষয়ে জোর দেন অভিনেত্রী ৷

Last Updated : Aug 1, 2024, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.