নিদ্রিত ভারত জাগে ভুবন জয়ের আনন্দে... - T20 World Cup Celebration - T20 WORLD CUP CELEBRATION

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 9:15 AM IST

Celebration at Midnight in Kolkata: 17 বছর পর ভারতের ঘরে এল টি-20 ওয়ার্ল্ড কাপ। রাহুল দ্রাবিড়ের দায়ভারের শেষদিনে গুরুদক্ষিণা রোহিত ব্রিগেডের ৷ দক্ষিণ আফ্রিকাকে 7 রানে উড়িয়ে 13 বছর দেশের সেরা হওয়ার আনন্দ দিকে দিকে ৷ বর্ষণমুখর রাতে বার্বাডোজ থেকে বালিগঞ্জের দূরত্ব এক লহমায় মুছে গেল ভারতীয় ক্রিকেটের সাফল্য এবং জয়োল্লাসের ঝলকানিতে। যখন ভুবন সেরার আনন্দে রোহিত শর্মা মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দেন আকাশে, মাঠকে চুম্বন করেন সব পেয়েছির আনন্দে। সূর্যকুমার যখন পাগলের মতো দৌড়ন, হার্দিক পাণ্ডিয়া চোখ মোছেন আনন্দে, বিরাট শাপমুক্তির কাঁটা সরিয়ে রাহুল দ্রাবিড়ের সুন্দর হাসি যখন উজ্জ্বল হয়, বিরাট কোহলি পরিচিত আগ্রাসন ছেড়ে স্থিতধী হয়ে ঘোষণা করেন অবসর ৷ তখন নিদ্রিত ভারত জাগে। 

গান, নাচ, ঢাক বাজিয়ে চলে উৎসব। ভারত বিশ্বকাপ জিততেই রাস্তায় নেমে উৎসবে মাতলেন কলকাতার বাসিন্দারা। দিকে দিকে বেজে ওঠে আতসবাজি ৷ বালিগঞ্জ থেকে বেলঘরিয়া, বেহালা থেকে সল্টলেক বা শ্যামবাজার থেকে যাদবপুর, আবার বাঘাযতীন ও টালিগঞ্জ বিশ্ব জয়ের আনন্দে পথে নামে। তেরঙার তলায় জাতি, ধর্ম, বর্ণ মিলে মিশে যায় টিম ইন্ডিয়ার জয়ধ্বনিতে। শহর কলকাতার আনন্দমুখর রাতের ছবি ধরা পড়ে ইটিভি ভারতের ক্যামেরায়। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.