জ্যোতি বসুর মূর্তিই এনে দিয়েছিল পরিচয়, জন্মদিনে শ্রদ্ধা শিল্পীর - Jyoti Basu Birthday - JYOTI BASU BIRTHDAY

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 11:09 PM IST

আসানসোল, 8 জুলাই: জ্যোতি বসুর জন্মদিনে তাঁকে মোমের মূর্তি তৈরি করে একদা উপহার দিয়েছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। কী ভবিতব্য! জ্যোতি বসুর মৃত্যুর পর সেই মূর্তি ফিরে এসেছিল শিল্পীর কাছে। দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় মোমের মূর্তি গড়ার জন্য ডাক পড়ে তাঁর। কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়াম হোক কিংবা আসানসোলে, তাঁর নিজস্ব ওয়াক্স মিউজিয়াম রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে প্রথম তৈরি করা মূর্তি ঘিরে আজও আবেগে ভাসেন আসানসোলের সুশান্ত রায়। জ্যোতি বসুর জন্মদিনে নতুন পোশাক পরিয়ে মালা দিয়েই সেই প্রথম মূর্তিতেই শ্রদ্ধা জানান শিল্পী।

শিল্পী সুশান্ত রায় বলেন, "এই মূর্তি আমার প্রথম গড়া মোমের মূর্তি। তার আগে আমি যে মোমের মূর্তি তৈরি করতে পারি এমন কথা কেউ জানত না। কিন্তু এই মূর্তি করার পরেই আমি পরপর অনেক মূর্তি গড়ার জন্য ডাক পাই। কলকাতায় মারাদোনা যখন আসেন, সুভাষ চক্রবর্তী আমাকে দিয়ে তাঁর মূর্তি বানিয়েছিলেন ৷ এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চন থেকে শুরু করে আরও বহু মানুষের মোমের মূর্তি আমি বানিয়েছি। তবে এই মূর্তিটি আমাকে পরিচিতি দিয়েছে জনসাধারণের কাছে।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.