ETV Bharat / state

উত্তর সিকিমে ভেঙে পড়ল সেনার তৈরি সেতু, বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা - SIKKIM BAILEY BRIDGE COLLAPSE

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক ওই সেতু দিয়ে পার হওয়ায় সময় ট্রাক সমেত সেতুটি ধসে পড়ে। প্রায় 200 পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

Bailey bridge collapses
উত্তর সিকিমে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 7:52 PM IST

শিলিগুড়ি, 4 জানুয়ারি: ভেঙে পড়ল সেনা বাহিনীর তৈরি একটি বেইলি ব্রিজ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমে ৷ উত্তর সিকিমের সঙ্গে লাচুংয়ের যোগাযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি এদিন ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক ওই সেতু দিয়ে পার হচ্ছিল। ঠিক সেই সময় ট্রাক-সহ সেতুটি ধসে যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও। ওই বেইলি ব্রিজটি লাচুংয়ের সঙ্গে কাটাওয়ের যোগাযোগের মূল সেতু। সেতুটি দিয়ে লাচুং, লাচেন ও ইয়ুমথাংয়ের গাড়ি যাতায়াত করে থাকে।

গত বছর সিকিমের হড়পা বানের সময় তিস্তার স্রোতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। বেইলি ব্রিজটি ইন্দো-চিন সীমান্তের খুব কাছে থাকায় তড়িঘড়ি ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়ার শাখা স্যাপার্স ও বর্ডার রোড অর্গানাইজেশন 200 ফুটের ওই বেইলি ব্রিজটি নির্মাণ করে। গত বছর ডিসেম্বরের 10 তারিখ সেতুটি উদ্বোধন করে সিকিম প্রশাসন ও ভারতীয় সেনার আধিকারিকরা।

কিন্তু, আচমকা এদিন সেতুটি ভেঙে পড়ায় স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। বিঘ্নিত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও ৷ যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সেতুর ওপারে ডোঙ্গরিলা এলাকায় প্রায় 200 পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিমের সভাপতি সোনম নোরগে লাচুঙ্গপা বলেন, "ওই সেতুটি জুলুঙ্গি ব্রিজ নামে পরিচিত। উত্তর সিকিমের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু। কিন্তু, সেতুটি ভেঙ্গে যাওয়ায় যে লাচুং ও ইয়ুমথাংয়ের মধ্যে যে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তা নয়। ওই সেতুটি ফাখা ও শারচোখ নামে দুটো গ্রামের যোগাযোগকারী সেতু। কিছুটা দুরেই একটি বিকল্প সেতু রয়েছে । সেটা দিয়ে যাতায়াত স্বাভাবিক রয়েছে।" এই বিষয়ে ত্রিশক্তি কর্পসের কর্নেল গৌরভ রাঠৌর বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে শুনেছি। সব খতিয়ে দেখা হবে।"

শিলিগুড়ি, 4 জানুয়ারি: ভেঙে পড়ল সেনা বাহিনীর তৈরি একটি বেইলি ব্রিজ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমে ৷ উত্তর সিকিমের সঙ্গে লাচুংয়ের যোগাযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি এদিন ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক ওই সেতু দিয়ে পার হচ্ছিল। ঠিক সেই সময় ট্রাক-সহ সেতুটি ধসে যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও। ওই বেইলি ব্রিজটি লাচুংয়ের সঙ্গে কাটাওয়ের যোগাযোগের মূল সেতু। সেতুটি দিয়ে লাচুং, লাচেন ও ইয়ুমথাংয়ের গাড়ি যাতায়াত করে থাকে।

গত বছর সিকিমের হড়পা বানের সময় তিস্তার স্রোতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। বেইলি ব্রিজটি ইন্দো-চিন সীমান্তের খুব কাছে থাকায় তড়িঘড়ি ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়ার শাখা স্যাপার্স ও বর্ডার রোড অর্গানাইজেশন 200 ফুটের ওই বেইলি ব্রিজটি নির্মাণ করে। গত বছর ডিসেম্বরের 10 তারিখ সেতুটি উদ্বোধন করে সিকিম প্রশাসন ও ভারতীয় সেনার আধিকারিকরা।

কিন্তু, আচমকা এদিন সেতুটি ভেঙে পড়ায় স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। বিঘ্নিত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও ৷ যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সেতুর ওপারে ডোঙ্গরিলা এলাকায় প্রায় 200 পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিমের সভাপতি সোনম নোরগে লাচুঙ্গপা বলেন, "ওই সেতুটি জুলুঙ্গি ব্রিজ নামে পরিচিত। উত্তর সিকিমের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু। কিন্তু, সেতুটি ভেঙ্গে যাওয়ায় যে লাচুং ও ইয়ুমথাংয়ের মধ্যে যে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তা নয়। ওই সেতুটি ফাখা ও শারচোখ নামে দুটো গ্রামের যোগাযোগকারী সেতু। কিছুটা দুরেই একটি বিকল্প সেতু রয়েছে । সেটা দিয়ে যাতায়াত স্বাভাবিক রয়েছে।" এই বিষয়ে ত্রিশক্তি কর্পসের কর্নেল গৌরভ রাঠৌর বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে শুনেছি। সব খতিয়ে দেখা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.