ETV Bharat / state

12 ঘণ্টার ডিউটি, রাতে সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসকের বাধ্যতামূলক উপস্থিতি; নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের - NEW GUIDELINES FOR GOVT DOCTORS

আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির পর একটানা 36 ঘণ্টা ডিউটি নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ৷ এবার তা বদল হল ৷

West Bengal State Health Department
স্বাস্থ্য দফতর (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 6:31 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের একটানা ডিউটি নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর ৷ সকলের ক্ষেত্রে ডিউটির সময় সমানভাবে ভাগ করে দেওয়া হল নয়া নির্দেশিকায় ৷ পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাতের ডিউটিতেও বাধ্যতামূলকভাবে অন্তত একজন সিনিয়র চিকিৎসককে থাকতে হবে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানির সময় বারবার জুনিয়র চিকিৎসকদের একটানা 36 ঘণ্টা ডিউটিতে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ৷ সুপ্রিম কোর্টে দেশের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বিষয়টি নিয়ে রাজ্যকে প্রশ্নও করেছিলেন ৷ তাই এবার আদালতের পর্যবেক্ষণকে মাথায় রেখে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল নবান্ন ৷

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী-

  • এবার থেকে চিকিৎসকদের 12 ঘণ্টার বেশি ডিউটি করতে হবে না ৷ একসপ্তাহে 30 ঘণ্টার ডিউটিকে ছ'দিনে ভাগ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷
  • সব সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকদের সপ্তাহে ছ'দিন ডিউটি বাধ্যতামূলক করা হয়েছে ৷
  • রাতে একজন করে সিনিয়র ফ্যাকাল্টিকে উপস্থিত থাকতেই হবে হাসপাতালে ৷ অর্থাৎ এবার থেকে একজন সিনিয়র ফ্যাকাল্টির নাইট ডিউটিতে থাকা আবশ্যক হল ৷

অন্যদিকে, সরকারি চিকিৎসকরা কোন সময় প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, তাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায় ৷ জানানো হয়েছে, সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না ৷ এছাড়া আরও বলা হয়েছে, এবার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের এমার্জেন্সি, অন-কল, ওয়ার্ডের ডিউটির পাশাপাশি শিক্ষক চিকিৎসকের ভূমিকাও পালন করতে হবে ৷ হাসপাতালের প্রতিটি ইউনিটে সকাল ও সন্ধ্যায় অন্তর্বিভাগ ও এমার্জেন্সি পর্যবেক্ষণ ওয়ার্ডে পরিদর্শনও বাধ্যতামূলক ৷

রোগী ভর্তির‌ দিন সংশ্লিষ্ট ইউনিটের সিনিয়র চিকিৎসকদের দুপুর 2টো পর্যন্ত ওপিডিতে উপস্থিত থাকতে হবে ৷ প্রতিটি ইউনিটের অন্তত একজন চিকিৎসককে রোগীর পরিবারের সঙ্গে দু'বেলা দেখা করতে হবে ৷ বিভাগীয় প্রধান নিজের ইউনিট ছাড়া অন্য ইউনিটের রোগীদের‌ও দেখবেন ৷ এখন থেকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়ো কেমিস্ট্রির চিকিৎসকদের‌ও জেনারেল ওপিডি করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে ৷ চিকিৎসার ক্ষেত্রে কর্তব্যে কোনও গাফিলতি হয়েছে বলে প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়েছে ৷ প্রয়োজনে সরকারি চিকিৎসকের গাফিলতি রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা এন‌এমসি’র নজরেও আনবে স্বাস্থ্য দফতর ৷

কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের একটানা ডিউটি নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর ৷ সকলের ক্ষেত্রে ডিউটির সময় সমানভাবে ভাগ করে দেওয়া হল নয়া নির্দেশিকায় ৷ পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাতের ডিউটিতেও বাধ্যতামূলকভাবে অন্তত একজন সিনিয়র চিকিৎসককে থাকতে হবে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানির সময় বারবার জুনিয়র চিকিৎসকদের একটানা 36 ঘণ্টা ডিউটিতে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ৷ সুপ্রিম কোর্টে দেশের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বিষয়টি নিয়ে রাজ্যকে প্রশ্নও করেছিলেন ৷ তাই এবার আদালতের পর্যবেক্ষণকে মাথায় রেখে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল নবান্ন ৷

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী-

  • এবার থেকে চিকিৎসকদের 12 ঘণ্টার বেশি ডিউটি করতে হবে না ৷ একসপ্তাহে 30 ঘণ্টার ডিউটিকে ছ'দিনে ভাগ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷
  • সব সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকদের সপ্তাহে ছ'দিন ডিউটি বাধ্যতামূলক করা হয়েছে ৷
  • রাতে একজন করে সিনিয়র ফ্যাকাল্টিকে উপস্থিত থাকতেই হবে হাসপাতালে ৷ অর্থাৎ এবার থেকে একজন সিনিয়র ফ্যাকাল্টির নাইট ডিউটিতে থাকা আবশ্যক হল ৷

অন্যদিকে, সরকারি চিকিৎসকরা কোন সময় প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, তাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায় ৷ জানানো হয়েছে, সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না ৷ এছাড়া আরও বলা হয়েছে, এবার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের এমার্জেন্সি, অন-কল, ওয়ার্ডের ডিউটির পাশাপাশি শিক্ষক চিকিৎসকের ভূমিকাও পালন করতে হবে ৷ হাসপাতালের প্রতিটি ইউনিটে সকাল ও সন্ধ্যায় অন্তর্বিভাগ ও এমার্জেন্সি পর্যবেক্ষণ ওয়ার্ডে পরিদর্শনও বাধ্যতামূলক ৷

রোগী ভর্তির‌ দিন সংশ্লিষ্ট ইউনিটের সিনিয়র চিকিৎসকদের দুপুর 2টো পর্যন্ত ওপিডিতে উপস্থিত থাকতে হবে ৷ প্রতিটি ইউনিটের অন্তত একজন চিকিৎসককে রোগীর পরিবারের সঙ্গে দু'বেলা দেখা করতে হবে ৷ বিভাগীয় প্রধান নিজের ইউনিট ছাড়া অন্য ইউনিটের রোগীদের‌ও দেখবেন ৷ এখন থেকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়ো কেমিস্ট্রির চিকিৎসকদের‌ও জেনারেল ওপিডি করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে ৷ চিকিৎসার ক্ষেত্রে কর্তব্যে কোনও গাফিলতি হয়েছে বলে প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়েছে ৷ প্রয়োজনে সরকারি চিকিৎসকের গাফিলতি রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা এন‌এমসি’র নজরেও আনবে স্বাস্থ্য দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.