রামভক্ত পড়ুয়াদের ভজনের সঙ্গে নৃত্য পরিবেশন, দেখুন ভিডিও - রাম মন্দির
🎬 Watch Now: Feature Video
Published : Jan 20, 2024, 1:31 PM IST
Dance on Ram Bhajans: সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ৷ এদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যে দেশজুড়ে উৎসবের মেজাজ ৷ বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ মহারাষ্ট্রের নাগপুরের একটি স্কুলে ধরা পড়ল মহড়ার দৃশ্য ৷ পড়ুয়াদের সঙ্গে রাম ভজনে মেতে উঠেছেন স্কুলের শিক্ষিকা ৷ সংবাদ সংস্থা প্রকাশিত এমনই একটি ভিডয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷
ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষিকার তত্বাবধানে নাচের মহড়া চলছে পডুয়াদের ৷ স্কুলের শিক্ষিকা জানান, এই স্কুলে পড়তে আসা পড়ুয়ারাদের অধিকাংশই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ৷ অন্যান্য বেসরকারি স্কুলের পড়ুয়াদের মতো যাতে তাঁর স্কুলের পড়ুয়াও পড়াশোনার পাশপাশি সব কিছু শিখতে পারে তাই এই উদ্যোগ ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় এই স্কুলেও পড়ুয়ারা ভজনের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ৷ পড়ুয়াদের পড়াশোনার পাশিপাশি সর্বাঙ্গিন বিকাশ করাই তাঁদের উদ্যোগ ৷ প্রসঙ্গত পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য থেকে পুজোর সামগ্রী, লাড্ডু, মিষ্টান্ন, খেলনা, পিঠে, শাড়ি, রামের পোশাক পৌঁছে গিয়েছে অযোধ্যায় ৷ মঙ্গল ও বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুল দেওয়া হবে মন্দিরের দরজা ৷