অগ্নিগর্ভ সন্দেশখালির পরিস্থিতি, গ্রাউন্ড জিরো থেকে বিশেষ প্রতিবেদন ইটিভি ভারতের - শেখ শাহজাহান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 2:38 PM IST

Sandeshkhali Incident: কেটে গিয়েছে 51 দিন ৷ সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান এখনও অধরা ৷ এদিকে জমিহারা নির্যাতিত পরিবারেরা চায়, শেখ শাহজাহানের গ্রেফতারি ৷ গ্রাউন্ড জিরো থেকে সেই নির্যাতিতদের করুণ পরিস্থিতি তুলে ধরল ইটিভি ভারত ৷ বেশিরভাগ গ্রামবাসী ভীত সন্ত্রস্ত ৷ ক্যামেরার সামনে আসতে নারাজ ৷ তারমধ্যেই তাঁদের আতঙ্কের ছবি স্পষ্ট ৷ শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য়ের তৃণমূলের মন্ত্রীরা পৌঁছেছেন ঘটনাস্থলে ৷ আশ্বাস দিয়েছেন জমি ফেরত দেওয়ার ৷ সেই আশ্বাসে সন্দেশখালির মানুষের অভিমানের বরফ কি গলবে?এক এক দিন একের পর এক মোড় ঘুরে চলেছে সন্দেশখালি কাণ্ডের ৷ পরিস্থিতি এতই উত্তপ্ত যে জারি করা হয়েছে 144 ধারা ৷ রাজ্য পুলিশের তরফে চলেছে জায়গায় জায়গায় রুটমার্চ ৷ 

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকেও ৷ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করতেও পিছপা হননি ক্ষুব্ধ গ্রামের মানুষ ৷ একদিকে অগ্নিগর্ভ সন্দেশখালির পর্যবেক্ষণের দ্বিতীয় দিনে জাতীয় মানবাধিকার কমিশন ৷ অন্যদিকে তৃণমূলের মন্ত্রীদের দীর্ঘ আশ্বাসের তালিকা ৷ এরইমাঝে আইনশৃঙ্খলা সঠিকপথে চালনা করতে বদ্ধ পরিকর রাজ্য পুলিশ ৷ সন্দেশখালি আপাতত নিরাপত্তার কড়া প্রাচীরে ৷      

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.