ধোনি থেকে জন, রামচরণ থেকে নীতি; জামনগরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে তারকাদের হাট - Anant Radhika pre wedding

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 2:25 PM IST

Anant-Radhika pre-wedding Celebration: শুরু হয়ে গিয়েছে বড় উৎসব ৷ অম্বানি পরিবারের কনিষ্ঠ ছেলের বিয়ে বলে কথা ৷ মুকেশ ও নীতা অম্বানি তাই আয়োজনে কোনও খামতি রাখতে রাজি নয় ৷ গুজরাতে তিনদিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দেশি-বিদেশি তারকাদের ভিড়ে জমজমাট জামনগর ৷ প্রতিদিনই তারকাদের উপস্থিতি নজর কাড়ছে অনুরাগীদের ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনিতে উপস্থিত থাকতে হাজির হয়েছেন দক্ষিণের সুপারস্টার রামচরণ ৷ অভিনেতাকে দেখা যায় তাঁর স্ত্রী উপাসনার সঙ্গে ৷ 

উপস্থিত হয়েছেন বলিউড তারকা জন আব্রাহামও ৷ অন্যদিকে, অতিথি হিসাবে নজরে এলেন সঙ্গীত দুনিয়ার একাধিক তারকাকে ৷ উদিত নারায়ন, সুখবিন্দর সিং, প্রীতম চক্রবর্তী, নীতি মোহন ও মোনালি ঠাকুরকে দেখা গিয়েছে এই দিন ৷ আগেই প্রি-ওয়েডিং সেরেমনিতে পৌঁছে গিয়েছেন পরিবার-সহ শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর-আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ ক্রিকেট তারকাদের মধ্যে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, জাহির খান ৷ জানা গিয়েছে, নীতি মোহন প্রীতম চক্রবর্তীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে ৷ সব মিলিয়ে অনুষ্ঠানের প্রতিটি খুঁটিনাঁটি জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.