বাংলাদেশে পাচারের আগে 21 কেজি গাঁজা-সহ গ্রেফতার এক - CANNABIS RECOVERY - CANNABIS RECOVERY

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 5:46 PM IST

Cannabis Recovered in Murshidabad: বাংলাদেশে পাচারের আগে 21 কেজি গাঁজা-সহ গ্রেফতার এক ব্য়ক্তি ৷ ধৃত ব্যক্তিকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে জলঙ্গি থানার পুলিশ। ধৃত বছর পঁয়তাল্লিশের সাহাবুল মন্ডলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাত থেকে গাঁজা নিয়ে এসে জলঙ্গি থেকে বাংলাদেশ সীমান্ত পার করে তা পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত। পাচারের আগেই জলঙ্গি থানার ওসি কৌশিক পাল ও পিএসআই তাপস শীল-সহ পুলিশ দল গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় ৷ উদ্ধার হওয়া গাঁজাও বাজেয়াপ্ত করা হয়েছে ৷  

এদিন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের কালীগঞ্জ নচেরি পাড়া রাজ্যসড়ক এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় ৷ পুলিশের কাছে খবর আসে বহরমপুরের দিক থেকে আসা একটি বাসে প্রচুর পরিমাণ গাঁজা আছে, যা পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এমন খবর পেয়েই তল্লাশির ব্যবস্থা করে পুলিশ ৷ তারপরেই নাকা চেকিং করা হয় ৷ এরপরেই একটি বাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় 21 কেজি গাঁজা ৷  যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.