শেষ মুহূর্তে কেনাকাটা, ঈদে ভিড়ের চেনা ছবি নিউ মার্কেটে - EID 2024 - EID 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:31 PM IST

কেরল ও জম্মু-কাশ্মীরে বুধবার পালিত হলেও দেশের বাকি রাজ্যে খুশির ঈদ পালিত হবে বৃহস্পতিবার ৷ তার আগে বুধবার শেষ মুহূর্তের কেনাকাটি করতে নিউ মার্কেটে দেখা গেল চেনা ভিড় ৷ গোটা রমজান মাস তো বটেই, এমনকি শেষদিনেও বিক্রি ভালো হওয়াতে খুশি দোকানদাররা । 

অন্য বছরগুলোর তুলনায় এবার ঈদের বাজার যে বেশ ভালোই সেটা স্বীকার করে নিলেন দোকানদাররা । তাদের কথায়, রোজার মাস ভালো কাটল । প্রতিদিন মানুষ ভালোই কেনাকাটা করেছেন । আমাদের বাজার ভালোই ছিল । আজ শেষ দিনেও ভালোই কিনছেন । অন্য দিনগুলো রাত 9-10 টা পর্যন্ত কেনাকাটি চলেছে । আজও মধ্য রাত বা গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকবে । কারণ মানুষজন যারা এত দিন সময় পাননি তারা আসবেন শেষ সময় পরিবার পরিজনের কাপড়, জুতো-জামা সাজগোজের জিনিস কিনতে ।

শেষদিনেও চুটিয়ে বাজার করতে ব্যস্ত ক্রেতারাও ৷ প্রতিটি দোকানেই ভিড় দেখা গেল ৷ লেহেঙ্গা, সালোয়ার কামিজ থেকে শুরু করে বাচ্চাদের জামাকাপড়ের দোকান, সবেতেই বেশ ভিড় দেখা গেল ৷ সবমিলিয়ে ঈদের কেনাকাটায় জমজমাট নিউ মার্কেট ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.