LIVE: লোকসভায় বলছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, দেখুন সরাসরি - PARLIAMENT SESSION LIVE 2024
🎬 Watch Now: Feature Video
Parliament Session 2024 Live: সোমবার ফের শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়। প্রথমবারের সাংসদ বাঁসুরি স্বরাজ এই প্রস্তাবকে সমর্থন করেন। এদিন অধিবেশনের শুরুতেই টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানানো হয় ৷ তবে এদিন অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) ইস্যুতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা ৷ লোকসভার মতো রাজ্যসভাতেও বিরোধীরা এই ইস্যুতে সরকারের সমালোচনা করেন ৷এর আগে এই ইস্যুতে পার্লামেন্টের উভয় কক্ষে বিপুল হট্টগোল হয় । শুক্রবার লোকসভায় নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনার জন্য বিরোধীদের চাপ দেওয়ায় কোনও কাজ করা হয়নি। তাই সোমবার শুরু থেকেই সরকারকে চাপে ফেলতে বদ্ধপরিকর বিধোরীরা ৷
Last Updated : Jul 1, 2024, 5:13 PM IST