শ্রাবণী মেলা উপলক্ষে জলযাত্রীদের জনসমুদ্র বৈদ্যবাটিতে - Shrabani Mela Tarakeswar
🎬 Watch Now: Feature Video
Published : Aug 4, 2024, 9:54 PM IST
Shrabani Mela Tarkeshwar: শ্রাবণী মেলা উপলক্ষে বহু ভক্ত পায়ে হেঁটে তারকেশ্বরের মন্দিরের পৌঁছচ্ছেন। যার জেরে জনপ্লাবন বৈদ্যবাটিতে ৷ এই ভিড় সোমবার পর্যন্ত থাকবে । বৈদ্যবাটি থেকে তারকেশ্বরের প্রায় 40 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা ধরেই হেঁটে চলেছে ধর্মপ্রাণ ভক্তরা।
শুধু এই রাজ্যের মানুষ নয়, ভিন রাজ্যের বহু ভক্তই শ্রাবণী মেলার তৃতীয় সপ্তাহে হাজির হয়েছেন। শেওড়াফুলি থেকে বৈদ্যবাটি পর্যন্ত প্রায় 16টি ঘাট থেকে ঘট, কলসিতে জল নিয়ে যাচ্ছেন যাত্রীরা। বৈদ্যবাটি, শেওড়াফুলি স্টেশনে নেমে ঘাট থেকে জল নিয়ে রওনা দিচ্ছে তারকেশ্বর মন্দিরের দিকে।
শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটি রেলগেট একপ্রকার জন সমুদ্রে পরিণত হয়েছে। রেল পুলিশ এবং চন্দননগর কমিশনারেটের পুলিশ যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও করেছে। বৈদ্যবাটি রেল গেটে দিয়ে পারাপারের জন্য লোকাল ট্রেন এবং মেইল ট্রেনের গতিও কমিয়ে দেওয়া হয়েছে। তারকেশ্বরের জল যাত্রীর জন্য শ্রাবণী গোটা রাস্তা পুলিশই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চলেছে সিসি ক্যামেরায় নজরদারিও ৷