মিতালি বাগের সমর্থনে আরামবাগের জনসভায় মমতা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 2:35 PM IST

Updated : May 8, 2024, 3:04 PM IST

Mamata Banerjee LIVE: দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে আজ বুধবার নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চম দফায় 20 মে নির্বাচন রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে ৷ তার আগে আজ কালীপুর মাঠে তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মাঠের পাশে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নেমে মঞ্চে আসেন তিনি ৷ তাঁর সভার জন্য এদিন আরামবাগ স্টেশন থেকে কালীপুর মোড় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । হুগলি ছাড়াও বর্ধমান, বাঁকুড়া, হাওড়া জেলা থেকেও বহু তৃণমূল কর্মী-সমর্থকরাও এই সভায় এসেছেন তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে ৷ এই নিয়ে আরামবাগে দ্বিতীয়বার এলেন মমতা । এর আগে আরামবাগের এই একই জায়গায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই লোকসভা থেকেই মাত্র 1,142টি ভোটে জিতে গতবার সাংসদ হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার । যদিও এবার তাঁর বদলে মিতালি বাগকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির ৷ এবার আরামবাগ তৃণমূলের হাতে থাকে কিনা সেটাই দেখার ৷ 
Last Updated : May 8, 2024, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.