'বিজেপিকে ভোট দিলে মিলবে সুন্দর বাংলা', কোচবিহারে বললেন মিঠুন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 9:53 PM IST

Lok Sabha Election 2024: বিজেপি প্রর্থীর সমর্থনে উত্তরের জেলাগুলিতে জোর কদমে প্রচার চালাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পর মঙ্গলবার কোচবিহারে সভায় আসেন তিনি ৷ আর মিঠুন চক্রবর্তী মানেই যে হিট সিনেমার সুপার-ডুপার ডায়লগ তা বলার অপেক্ষা রাখে না ৷ গতকাল আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে এসে কাবুলিওয়ালার ডায়লগ বলেন তিনি ৷ আজ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে এসে শোনা গেল পরিচিত সেই ডায়লগ ৷  

এদিন কোচবিহারের পুণ্ডিবাড়ি সভামঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বলেন, "আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই । আমি একটা সাপ । ছোট ছোট ইদুর ধরি।" জেলা বিজেপির পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, "এই ভোট দেশ গড়ার ভোট। তাই ভোট দেওয়ার আগে 5 মিনিট ভেবে তারপরে ভোট দেবেন । আপনারা বিজেপিকে ভোট দিন । আমরা সুন্দর বাংলা উপহার দেব। এটা মোদিজির গ্যারান্টি ।"  প্রচার শেষে বিশেষ গাড়িতে চেপে জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে-কে সঙ্গে নিয়ে পুন্ডিবাড়ি চৌপথি থেকে থানা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করেন । অভিনেতাকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় ছিল উপচে পড়া ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.