বসন্ত উৎসবে মাতলেন মালদাবাসী, আবিরের ছোঁয়ায় এ যেন টুকরো শান্তিনিকেতন - Dolyatra 2024 - DOLYATRA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 1:44 PM IST

Holi 2024: কবির ভাষায় বাতাসে বইছে প্রেম/নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে...৷ গাছে আগুন রঙা পলাশ ফুলের দৃশ্য ইঙ্গিত দিচ্ছে বসন্ত ঋতু চলছে ৷ এই ঋতুতে পালিত হয় দোল উৎসব ৷ এই বসন্ত উৎসবে মেতে উঠেছে মালদাবাসীও ৷ মালদা শহর যেন এক টুকরো শান্তিনিকেতন। গত এক দশক ধরে শান্তিনিকেতনের পাশাপাশি মালদা শহরেও বসন্ত উৎসবের খ্যাতি ছড়িয়েছে। বর্তমানে মালদার বসন্ত উৎসবে যোগ দিতে বিহার থেকেও লোকেদের আগমন হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়‌ও। সোমবার দোলযাত্রার পূণ্যতিথিতে সাতসকালে একটি প্রভারফেরি সারা শহর পরিক্রমা করে। পরে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবে সামিল হয় 7 থেকে 70 সকলেই । নাচ গানের মধ্য দিয়ে বসন্তের উৎসবে মেতে ওঠেন জেলাবাসী ৷ 

প্রসঙ্গত, বিগত 5 বছর ধরে মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে ৷ উত্তরোত্তর মানুষজনের ভিড় বাড়তে থাকায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে স্থানান্তরিত করা হয় বসন্ত উৎসবকে ৷ তারপর থেকে এই জায়গাতেই পালিত হচ্ছে বসন্ত উৎসব ৷ এই প্রসঙ্গেই  ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "বসন্ত উৎসব এখন আর শুধু শান্তিনিকেতেন সীমাবদ্ধ নয় ৷ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে ৷ আমরাও মালদায় বসন্ত উৎসব পালন করছি ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.