ভুয়ো ভোটারদের বুথ থেকে সরাতে লাঠিচার্জ সিআরপিএফের, রইল ভিডিয়ো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 20, 2024, 6:31 PM IST
বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ ভুয়ো ভোটারদের বিরুদ্ধে ৷ সেখান থেকে হটাতে তাদের উপর লার্ঠিচার্জ করলেন সিআরপিএফের জওয়ানেরা ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পিয়ারডাঙ্গা 119 নম্বর বুথে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ভোট দেওয়ার জন্য বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল বুথে ৷ কিন্তু তাদের কারও হাতে ভোটার কার্ড ছিল না ৷ তখন সিআরপিএফ তাদের জিজ্ঞেস করলে তারা ভোটার কার্ড দেখাতে পারেনি ৷ এরপরেও জওয়ানেরা তাদের বুথ থেকে বাইরে বেরিয়ে যেতে বলে ৷ তা না হওয়ায় এরপর তাদের উপর লার্ঠিচার্জ করতে দেখা যায় সিআরপিএফকে ৷ কারা এই ছাপ্পা দিচ্ছিল তা জানা যায়নি ৷ পাশাপাশি বুথের বাইরেও লোকজন ভিড় করেছিল বলে দাবি স্থানীয় ৷ তাদেরও সেখান থেকে সরিয়ে দেন জওয়ানরা ৷ কমিশনের নিয়ম অনুযায়ী ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি রয়েছে ৷ সেখানে অযথা ভিড় করতে নিষেধ করা হয়েছে ৷ পাশাপাশি শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেদিকটাও নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ৷ সেই কাজই হওয়ায় লাঠিচার্জ করলেন জওয়ানরা।