খাবারের সন্ধানে ফুলবাড়ির লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতি

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 7:45 PM IST

thumbnail

Elephant Entered into the Locality: চব্বিশ ঘণ্টা না কাটতেই ফের শিলিগুড়িতে গজরাজের তাণ্ডব ৷ শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট হাতি। এদিন সকালে বৈকন্ঠপুর জঙ্গল থেকে কোনওভাবে দলছুট একটি হাতিটি ভোলা মোড় দিয়ে ফুলবাড়ি এলাকায় ঢুকে পড়ে । কোনও ক্ষয়ক্ষতি না-করলেও লোকালয়ের রীতিমত দাপিয়ে বেড়ায় হাতিটি। লোকালয়ে হাতি প্রবেশ করতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় ৷

লোকালয়ে হাতি ঢোকার খবর পেয়েই কৌতূহলী জনগণ ভিড় জমান হাতি দেখতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারুগারা রেঞ্জের বন কর্মীরা। এদিকে ততক্ষণে হাতিটি আরপিএফের 8 নম্বর ব্যাটেলিয়ন এলাকায় ঢুকে পড়ে । ব্যাটেলিয়নে প্রবেশ করতেই গোটা এলাকা ঘিরে নেয় আরপিএফ জওয়ানরা। পাশাপাশি গ্রামবাসীরা যাতে কোনও ভাবে হাতির আশেপাশে আসতে না পারে তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ হাতিটির উপর নজর রাখছেন বন কর্মীরা । হাতিটিকে বৈকুন্ঠপুর জঙ্গলে ফেরানো হবে বলে জানা গিয়েছে। তবে কর্মীদের প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে কোনওভাবে হাতিটি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে ৷ তবে ফসল বা কোনও কিছুর ক্ষতি না করায় স্বস্তিতে স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.