থানার গেট ভেঙে গাড়ি নিয়ে পালাল মদ্যপ ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো - Viral Video of Car - VIRAL VIDEO OF CAR
🎬 Watch Now: Feature Video
Published : Mar 24, 2024, 4:40 PM IST
থানার গেট ভেঙে গাড়ি নিয়ে চম্পট দিলেন চালক ৷ সেই দৃশ্যই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ দার্জিলিংয়ের পানিঘাটা আউট পোস্টে এমনই ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, মিরিক মহকুমার অন্তর্গত পানিঘাটা ফাঁড়ির পুলিশ বিশেষ নাকা তল্লাশি করার সময় একটি গাড়ি আটক করে। চালক নেশাগ্রস্ত হওয়ায় তাঁকে থানায় নিয়ে আসা হয়। এরপরই ঘটে যায় সেই অভাবনীয় ঘটনা।
থানায় আনার পর ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামতে বলা হলেও তিনি নামেননি ৷ একের পর এক পুলিশ কর্মী তাঁর কাছে গিয়ে অনেকবার আবেদন করেন। তাতে কাজের কাজ কিছু হয়নি । এমনকী ফাঁড়ির ওসি আবেদন করলেও মদ্যপ চালক কথা শোনেননি বলে অভিযোগ । এরপরই ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামানোর জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করতে থাকে । প্রথমে ওই আউট পোস্টের গেট বন্ধ করে দেওয়া হয় । পরে গাড়ি আটকাতে বড় বড় পাথরও রাখার পাশাপাশি চাকার হাওয়া পর্যন্ত খুলে দেওয়া হয় ৷
কিন্তুত তাতেও কাজ হল না। অবশেষে ওই ব্যক্তি গাড়ির গতি বাড়িয়ে থানার গেট ভেঙে পালিয়ে যান । তবে চালকের শেষরক্ষা হয়নি ৷ জাবরা মোড়ের কাছে পানিঘাটা ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে । ওই ব্যক্তির নাম আন্নু সিং। বাড়ি বাগডোগরা এলাকায় । ওই ব্যক্তির নামে বাগডোগরা থানায় অন্য একটি মামলা রয়েছে বলেও জানা গিয়েছে । ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েঅছেন আন্নুর মা । অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ ।