'মহাদেব মিরাকল করুন', আরজি কর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে তারকেশ্বর মন্দিরে পুজো পড়ুয়াদের - RG Kar Protest - RG KAR PROTEST

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 8:59 PM IST

কথিত আছে শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। আরজি করে মহিলা চিকিৎসকের হত্যার ঘটনায় দোষীদের শাস্তি কামনা করে শ্রাবণ মাসের শেষ দিনে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন একদল পড়ুয়া ৷ সকলেই বর্ধমান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ৷ পুজো দিতে আসা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক ছাত্রী পায়েল চট্টোপাধ্যায় বলেন, "ভগবান মহাদেব এমন একটা মিরাকল করুন আরজি করের পড়ুয়া চিকিৎসকের পৈশাচিক হত্যার পিছনে যাদের হাত আছে তারা যেন দ্রুত ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পায় ৷ রাজ্যে শান্তি ফিরুক, মেয়েদের নিরাপত্তা ফিরুক ৷ এরকম মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে ৷ মহাদেবের কাছে প্রার্থনা যে সব মেয়েরা এখনও বেঁচে আছেন, তাঁদের বাবা তারকনাথ রক্ষা করুন ৷" তাঁদের অভিযোগ, সমাজে মেয়েরা সুরক্ষিত নয়, মেয়েরা নিজেরাই নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুত করুক ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.