thumbnail

আকাশ ছোঁয়া বাজারদর ইস্যুতে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুুন সরাসরি - MAMATA BANERJEE LIVE

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 4:37 PM IST

Updated : Jul 9, 2024, 5:46 PM IST

লোকসভা নির্বাচনের পর থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই মুহূর্তে মধ্যবিত্তের অন্যতম চিন্তার কারণ। বিশেষ করে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া। নবান্নে বিষয়টি নিয়ে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাজার কমিটি ট্রান্সফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ জ্যোতি আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়।পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কিলো দরে। বেগুন বিক্রি হচ্ছে 150 টাকা কিলো দরে। পটল প্রতি কিলো 40 থেকে 50 টাকা। ঢ্যাঁড়শের প্রতি কেজির দাম 60 টাকা ছাড়িয়েছে। কাঁচা পেঁপের দাম 50 টাকা কিলো। এই পরিস্থিতিতে বৈঠকের পর আদৌ বাজারদরে কোনও প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার। 
Last Updated : Jul 9, 2024, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.