একুশের সভাস্থলে স্বাস্থ্য সচেতনতার অভিনব বার্তা চন্দ্রকোনার তৃণাঙ্কুরের - Dengue Awareness at 21 July Rally

🎬 Watch Now: Feature Video

thumbnail

থিকথিক করছে একুশের সভাস্থল ৷ এসএন ব্যানার্জি রোডে শুধুই কালো মাথা ৷ উঠেছে 'জয় বাংলা' স্লোগান ৷ তার মধ্যেই ডেঙ্গি সচেতনতায় অভিনব প্রচারে এক তৃণমূল কর্মী ৷ ভিড়ের মাঝে এক বিশালাকার মশা সেজে দাঁড়িয়ে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা তৃণাঙ্কুর পাল ৷ মশার সাজে এসে বর্ষার মরশুমে মানুষ কীভাবে রক্ষা পাবে সেই বার্তা দিলেন তৃণাঙ্কুর ৷ বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, মশারির ব্যবহার, জল যাতে কোনও জায়গায় না-জমে, তা নজরে রাখার বার্তা তাঁর উদ্যোগে ৷ হতদরিদ্র কৃষক পরিবারের ছেলে তিনি ৷ গরিব কৃষক তৃণাঙ্কুর বিভিন্ন সমস্যা নিয়ে সমাজকে সচেতন করেন ৷ প্রথম শুরু করেছিলেন বাল্য বিবাহ প্রথা রুখতে সচেতনতা অভিযান চালিয়ে ৷ করোনার সময় করোনা সেজে সচেতনতা অভিযান চালিয়েছেন ৷ এখন ডেঙ্গি প্রতিরোধে, মশা সেজে প্রচার অভিযান চালাচ্ছেন ৷ ডেঙ্গির মশা সেজে সাইকেল চালিয়ে কলকাতায় এসেছেন তিনি ৷ রাজনৈতিক সমাবেশে এমন ঘটনা কার্যত নজিরবিহীন ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.