ছদ্মবেশের থিমে সেজেছে বার্নপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের নির্মল পুজো - DURGA PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 5:27 PM IST

আসানসোল শহরের পুজোগুলির সঙ্গে টেক্কা দিয়ে এবার বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমও তাক লাগালো ৷ এ বছর নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম ছদ্মবেশ ৷ এখানকার পুজো মূলত নির্মল পুজো বলে চিহ্নিত হয়েছে ৷ গোটা মণ্ডপে কোথাও প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করা হয়নি ৷ পুজো মণ্ডপ তৈরি হয়েছে ছৌ নৃত্যের মুখোশ দিয়ে ৷ এর সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের শস্য ৷ যেমন আঁখ, ডাব, সুপারি, কলা, ধান-সহ বিভিন্ন শস্য দিয়ে ৷ এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে ৷ অসাধারণ ও চোখ ধাঁধানো মণ্ডপ দেখতে মানুষের ঢল নামছে প্রতিদিনই ৷ পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রদীপ মাজি জানালেন, বন্যা থেকে শুরু করে আরও যে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, তা দূষণের কারণে ৷ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক ৷ আর সেই কারণেই উদ্যোক্তারা প্লাস্টিক জাতীয় জিনিস মণ্ডপে ব্যবহার করেননি ৷ জানালেন, তাঁদের পুজো এবছর নির্মল পুজোর তকমা পেয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.