বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 14, 2024, 9:04 AM IST
|Updated : Apr 14, 2024, 10:36 AM IST
দেশজুড়ে প্রথম দফায় লোকসভা ভোট 19 এপ্রিল ৷ হাতে মাত্র আর পাঁচদিন ৷ ইতিমধ্যে কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে ৷ রবিবার সকালে বিজেপি তাদের 'সংকল্প পত্র' প্রকাশ করতে চলেছে ৷ এই ইস্তেহার তৈরির জন্য বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে 27 সদস্যের কমিটি তৈরি করেছিল ৷ যে কমিটি ইতিমধ্যেই দু'বার বৈঠক করেছে ৷ নির্বাচনী প্রচারের পরিকল্পনা করেছে ৷ দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির প্রচার ভ্যান ঘুরছে ৷ সোশাল মিডিয়াতেও প্রচার তুঙ্গে ৷ এবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসবে বিজেপি ৷ এ নিয়ে বারবার আত্মবিশ্বাস ঝরে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷ একই কথা শোনা গিয়েছে অমিত শাহের বক্তৃতায় ৷ বিজেপির ট্যাগলাইন 'আব কি বার 400 পার' ৷
Last Updated : Apr 14, 2024, 10:36 AM IST