লোকসভার স্ট্রংরুমের নিরাপত্তা কেমন? খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 1:24 PM IST

Sukanta Majumdar: বালুরঘাট লোকসভার স্ট্রংরুম পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ৷ রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ বালুরঘাট কলেজে তৈরি হওয়া স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পৌঁছে যান তিনি ৷ বালুরঘাট কলেজের স্ট্রংরুমে ইভিএম সুরক্ষিত রয়েছে কিনা, তা যাচাই করতে যান ৷ যদিও, স্ট্রংরুমের সামনে পর্যন্ত তাঁকে যেতে দেওয়া হয়নি ৷ বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতিকে সিসিটিভি ফুটেজে স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয় ৷

উল্লেখ্য, বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ করা হয়েছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৷ তাই 4 জুন ভোট গণনার আগে ইভিএমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার ৷ উল্লেখ্য, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের স্ট্রংরুমে ৷ যার একেবারে বাইরে রাজ্য পুলিশ ৷ আর ভিতরে কেন্দ্রীয় বাহিনী ৷ তালা লাগানো স্ট্রংরুমের বাইরে সিসিটিভি-র পাশাপাশি, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সেখানে কোনওভাবে তৃণমূলের লোকজন প্রবেশ করছে কিনা, বা রাজ্য পুলিশ সেখানে যাচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন সুকান্ত ৷ সুকান্ত মজুমদার জানান, সিসিটিভি-র ফুটেজে মুভমেন্ট ছিল কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷ তবে, কেন্দ্র বাহিনীর উপর তাঁর সম্পূর্ণ ভরসা আছে বলে জানান ৷ পাশাপাশি, গণনার দিন তৃণমূলের তরফে অশান্তির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.