'বিচার দিতে না-পারলে পদত্যাগ করুন', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামল বর্ধমান - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 10:16 PM IST

thumbnail
মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে পথে নামল বর্ধমান (ইটিভি ভারত)

RG Kar Protest in Bardhaman: ফের রাস্তায় নামলেন মহিলারা। আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 23 দিন ৷ এখনও প্রকৃত দোষীরা ধরা কেন পড়ল না, সেই প্রশ্ন তুলে রবির রাতে পথে নামলেন বর্ধমান ৷ বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চের ডাকে এদিন নাগাদ বড়নীলপুর এলাকা থেকে কার্জনগেট পর্যন্ত মিছিল করেন মহিলারা। এরপর কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি যাতে নাগালের বাইরে না-যায় সেজন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

তাঁদের অভিযোগ, তাঁরা শুধু বিচার চাইতেই পথে নেমেছেন। তাঁদের অন্য কিছু দাবি করেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। এরপরেও কেন বিচার মিলছে না। তিনি তো নাটক করছেন। প্রতিবাদ জানিয়ে কেউ কেউ অসুস্থ শরীর নিয়ে নিয়ে বিচারের দাবিতে ধরনায় বসেছেন। তাঁদের বার্তা মুখ্যমন্ত্রী যদি বিচার দিতে না-পারেন তাহলে পদত্যাগ করুন। 

এক আন্দোলনকারী বলেন, "বিচার দিতে না-পারলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। আমরাআর কিছু চাইছি না, শুধু বিচার চাই। বিচার করতে হবে। উনি কেন এত দেরি করেছেন। অনেকগুলি দিন পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর গাফিলতির জন্য বিচার মেলেনি। উনি নাটক করছেন। ওই মা, বাবার সব হারিয়ে গিয়েছে। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.