বিশ্বচ্যাম্পিয়ন ভারত, পেট দিয়ে লিখে রোহিত ব্রিডেগকে অভিনন্দন অঙ্কন শিল্পীর - Artist Congratulates Indian Team - ARTIST CONGRATULATES INDIAN TEAM
🎬 Watch Now: Feature Video
Published : Jun 30, 2024, 9:18 PM IST
T20 World Cup Victory Celebration: 13 বছর পর শাপমুক্তি ভারতের ৷ বহু প্রতীক্ষার পর ঝুলিতে এল টি-20 বিশ্বকাপ ৷ এই জয়ের জন্য রোহিত ব্রিগেডকে কুর্নিশ জানাচ্ছেন সিনে থেকে ক্রিকেট মহল ৷ এবার তাতে সামিল হলেন নদিয়ার অঙ্কন শিল্পী ৷ পেট দিয়ে লিখে টিম ইন্ডিয়াকে বিশ্বজয়ের অভিনন্দন জানালেন তুহিন মণ্ডল ৷ তাঁর কথায়, "ভারত আমার মহান দেশ ৷ আমি জানি প্রতিভাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে গেলে কতটা লড়াই করতে হয় । তাই এই জয় শুধু ভারতের নয়, সারা বিশ্বের জয় ।"
স্কুল বা কলেজ থেকে আঁকা শেখা হয়ে ওঠেনি এই শিল্পীর ৷ আঁকার কাজ করেন তিনি একমাত্র অর্থের জন্য । তবে বাবার কাছে আঁকার হাতে খড়ি তাঁর । এরপর থেকে দীর্ঘ 23 বছরের লড়াই । বর্তমানে অসংখ্য ছেলেমেয়েকে ছবি ও হাতের লেখা সেখান তিনি । আঁকার কাজের জন্য ডাক এসেছে দেশ ও বিদেশে থেকে । প্রচুর পুরস্কার পেয়েছেন । এর আগে পেট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একে এক অনন্য নজির তৈরি করেছিলেন । শনিবার রাতে ছিল টি-20 বিশ্বকাপ 2024 ফাইনাল ম্যাচ । যেখানে জয়লাভ করে 140 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে ভারত । ফাইনালে ভারতের এক অনবদ্য জয়লাভের পর দলের প্রত্যেক সৈনিককে ওই অভিনব কৌশলে কুর্নিশ জানালেন তুহিন মণ্ডল ।