কী পরবেন পয়লায়? হালফ্যাশনে তত্ত্বতলাশ দিলেন ডিজাইনার অনুশ্রী - POILA BAISHAKH 2024 - POILA BAISHAKH 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 11:02 PM IST

Nababarsha 2024: নববর্ষ ঘিরে বাঙালির আবেগ চিরকালীন। এই দিনে রসনা তৃপ্তি থেকে সাজগোজ সব বিষয়েই যত্নশীল বাঙালি। আর এই পয়লা বৈশাখে নতুন পোশাক পরার রীতি বা চল বহু পুরাতন ৷ বাংলা বছরের প্রথম দিনে সকলেই কম-বেশি নতুন পোশাক পরে থাকেন ৷ ইতিমধ্যেই বেশিরভাগের কেনাকাটাও সম্পূর্ণ ৷ তবে যাঁদের এখনও বাকি রয়েছে তাঁরা পরামর্শ নিতে পারেন ডিজাইনার অনুশ্রী মালহোত্রার কাছ থেকে ৷ এই উৎসবে একটু ছিমছাম সাজগোজ, সুতির পোশাকেই বেশি ঝোঁক সকলের।

গরমের কথাটা মাথায় রাখতেই হয় সবসময়। একইসঙ্গে পোশাকে চাই বাঙালিয়ানা। সাজগোজের প্রতি যত্নশীল পুরুষ এদিন বেছে নেন পাঞ্জাবি বা শর্ট কুর্তা। মহিলারা অন্যদিন শাড়ি না পরলেও চেষ্টা করেন হালফ্যাশনের সুতির শাড়িতে নিজেকে সাজিয়ে তুলতে। অনেকে ঢিলেঢালা কুর্তি, র‍্যাপারও বেছে নেন। শিশুদেরও গ্রীষ্মকালীন উৎসবে কেমন পোশাক হওয়া উচিত তারও পরামর্শ দিলেন স্বনামধন্য ডিজাইনার অনুশ্রী মালহোত্রা। একইসঙ্গে প্রচণ্ড গরমে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থীদেরও কী ধরনের পোশাক পরা উচিত তা জানালেন অনুশ্রী। তাঁদের বেছে নেওয়া হ্যান্ডলুম, খাদি, তাঁত বাংলার শিল্পকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন তিনি। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.