Ramoji Rao Condolence LIVE: শ্রদ্ধায়-স্মরণে রামোজি রাও, বিশেষ সভার আয়োজন অন্ধ্র সরকারের; দেখুন সরাসরি - Ramoji Rao Memorial Meet LIVE

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 3:58 PM IST

Updated : Jun 27, 2024, 6:43 PM IST

thumbnail

জুন মাসের 8 তারিখ প্রয়াত হয়েছেন পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও ৷ আজ বৃহস্পতিবার তাঁকে সম্মান জানাতে অন্ধ্রপ্রদেশ সরকার একটি রাজ্যস্তরের স্মরণসভার আয়োজন করেছে ৷ বিজয়ওয়াড়ার আনুমোলু গার্ডেনে এই সভার আয়োজন করা হয়েছে ৷ এই স্মরণসভাটিকে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক কর্মসূচি হিসাবে চিহ্নিত করেছে ৷ অনুষ্ঠানে মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত আছেন ৷ সভার আয়োজন করেছে দুটি উচ্চ-পর্যায়ের কমিটি।  উপস্থিত রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রামোজি রাও-এর পরিবারের সদস্যরা, কেন্দ্রীয় তথ্যমন্ত্রী, এডিটরস গিল্ডের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিক সহ প্রায় ৭ হাজার বিশেষ আমন্ত্রিত ব্যক্তি ৷ প্রয়াত মিডিয়া ব্যারনকে সম্মান জানাতে কৃষক থেকে শুরু করে কবি এবং শিল্পী-সহ সমাজের সর্বস্তরের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে ৷ এই স্মরণসভা অনুষ্ঠানের অংশ হিসেবে, রামোজি রাও-এর বর্ণাঢ্য জীবন ও অবদানকে তুলে ধরে একটি মর্মস্পর্শী শর্ট ফিল্ম প্রদর্শিত হবে, যা সাংবাদিকতায় এবং সম্প্রদায়ের সেবায় তাঁর অবদানকে আরও জোরদার করবে ।

Last Updated : Jun 27, 2024, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.