'ঝুটি দিদির ঝুটি ছোট বেহনা', কাকে কটাক্ষ করলেন অগ্নিমিত্রা? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 10, 2024, 9:39 PM IST
নির্বাচনী প্রচারে এসে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান ধরলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । শুক্রবার তিনি রেল শহর খড়গপুরে বিজয় সংকল্প জনসভায় উপস্থিত হয়ে মঞ্চ থেকেই গান ধরলেন । এরই সঙ্গে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে 'ঝুটি দিদির ঝুটি বেহনা' বলে কটাক্ষ করেন । এদিন তাঁর সমর্থনে প্রচারে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷
মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা এবার তৃণমূল প্রার্থী, বন্ধু জুন মালিয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন গানে বললেন 'ঝুটি দিদির ঝুটি বেহনা' মিথ্যে রিপোর্ট কার্ড বানায় । এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ঝুটি দিদি' বলেও কটাক্ষ করেন । তিনি জানান, সন্দেশখালির ভিডিয়োকে 'ফেক ভিডিয়ো' বলে তিনি মিথ্যা কথা বলছেন । তিনি প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে আসেন, তারপর ভুলে যান । এরই সঙ্গে তিনি মোদিজীর প্রকল্পে নিজেদের স্টিকার লাগিয়ে নিজেদের নামে প্রচার করেন ।
এরপর তিনি প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে কটাক্ষ করে বলেন,"এখানে একজন ঝুটি দিদির ঝুটি বেহেনাও রয়েছে । সম্প্রতি তিনি মেদিনীপুরের বিধানসভার তিন বছর বিধায়ক থাকার সময়কালের একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেন । যেই রিপোর্ট কার্ডে তিনি এই তিন বছরে প্রায় 12 থেকে 15 কোটি টাকা খরচের হিসাব দেখিয়েছেন । আমিও এমএলএ রয়েছি ৷ আমিও বছরে বিধায়ক কোটায় 60 লাখ টাকা পাই । কিন্তু এই ঝুটি দিদির ঝুটি বোন তিন বছরে এক কোটি আশি লাখ টাকা পেয়ে কীভাবে 15 কোটি টাকার রিপোর্ট কার্ড প্রকাশ করে তা বুঝতে পারছি না ।"
এই মিথ্যে কথা নিয়েই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এদিন খড়গপুর মঞ্চ থেকে গান করেন, 'ঝুট বলে কাউয়া কাটে, বাংলার জনতা সে ডেরিও, আপ বিহার চলে যাও গে তো, ভাইপো দেখতে রহিও ।'