তারাপীঠে কৌশিকী অমাবস্যায় গঙ্গার ধাঁচে দ্বারকা নদীতে সন্ধ্যারতি, ভিড় ভক্তদের - Kaushiki Amavasya 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 10:00 PM IST

Updated : Sep 2, 2024, 10:15 PM IST

কৌশিকী অমাবস্যায় তারাপীঠের দ্বারকা নদীতে সন্ধ্যারতি ৷ গঙ্গার মতো এবার তারাপীঠের দ্বারকার পাড়েও পঞ্চপ্রদীপ নিয়ে সন্ধ্য়ারতি শুরু হল ৷ যা দেখতে সোমবার ভিড় জমিয়েছিলেন বহু ভক্তরা ৷ এই বিশেষ আরতিতে তারাপীঠ পর্যটনের মুকুটে নতুন পালক যোগ হল বলেই মনে করছে প্রশাসন ৷ তারাপীঠ মন্দিরের পাঁচজন সেবায়েত এদিন আরতি করে । পাশাপাশি প্রতি বছরের মতো পরম্পরা মেনে মা তারার মন্দিরে হয় সন্ধ্যা আরতি । 

এবার থেকে তারাপীঠের দ্বারকা নদীর তীরে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা । পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠের সেবাইতরা প্রতিদিন সন্ধ্যা আরতি করবেন । বছরের প্রতিটা দিনই এই আরতি হবে দ্বারকাতে । রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠেও এই সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছিল প্রশাসন । সেই মতো কৌশিকী অমাবস্যার বিশেষ দিন থেকে শুরু হল সেই সন্ধ্যা আরতি । হাজার হাজার ভক্তের জয় জয় তারা ধ্বনিতে ভরে গেল দ্বারকা নদীর পাড় । 

বীরভূমের দর্শনীয় স্থান তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর আটলা মন্দির এবং বীরচন্দ্রপুর ছাড়া আর তেমন কোনও জায়গা ছিল না, কিন্তু এই গঙ্গা আরতির আদলে দ্বারকা নদীর তীরে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়েছে বলে মনে করেছেন তারাপীঠ মন্দির কমিটি । তাই দ্বারকা নদীর পশ্চিম দিকে কয়েক কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে নদীর পাড় । এছাড়াও টাইলস দিয়ে পর্যটকদের বসার জন্য জায়গা তৈরি করা হচ্ছে । সঙ্গে লাগানো হচ্ছে রঙিন ফুলের গাছ । সেখান থেকে বসে দ্বারকা নদীর তীরে প্রতিদিন সন্ধ্যারতি দেখতে পাবেন পুণ্যার্থীরা । 

Last Updated : Sep 2, 2024, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.