দুষ্টের বিনাশ ! দশেরায় রাবণের 60 ফুট কুশপুত্তলিকা পোড়ানো হল সল্টলেক সেন্ট্রাল পার্কে - DURGA PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 1:12 PM IST

দশমী মানে মন খারাপের পালা ৷ বাপের বাড়ি ছেড়ে কৈলাশের পথে মা উমা ৷ ফের এক বছরের অপেক্ষা ৷ তবে মায়ের বিদায়ের সঙ্গে দুষ্টেরও দমন হয় এদিন ৷ প্রতিবারের মতো তাই এবারও দুষ্ট শক্তিকে দমন করতে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হল সল্টলেক সেন্ট্রাল পার্কে ৷ 

শনিবার সল্টলেক সাংস্কৃতিক সংসদ ও সানমার্গের উদ্যোগে 60 ফুট লম্বা রাবণ ও 50 ফুট লম্বা মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুত্তলিকা পোড়ানো হয় সেন্ট্রাল পার্কে । দশেরার দিন পুতুল পোড়ানোর মূল উদ্দেশ্য হল, মন্দকে পিছনে ফেলে ভালোর উদযাপন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ 

'রাক্ষস রাজ' রাবণের মূর্তি পোড়ানোর পর সল্টলেক সাংস্কৃতিক-এর সভাপতি সঞ্জয় আগরওয়াল বলেন, "মন্দের উপর ভালোর জয় উদযাপনের জন্য আমরা সেন্ট্রাল পার্ক মাঠে এই বিশেষ আয়োজন করে থাকি । প্রতিবছরই এই অনুষ্ঠান করি আমরা ৷ এবারও তাই রাবণ বধের আয়োজন করা হয়েছে ৷ 60 ফুট উঁচু রাবণের পুতুল পোড়ানোর পাশাপাশি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি ৷" 

উল্লেখ্য, এবার 12 তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান ৷ বিজয়া দশমীর সন্ধ্যায় এই অনুষ্ঠান কলকাতা শহরে বাড়তি নজর কাড়ে বলে মত উদ্যোক্তাদের ৷ আগামী দিনেও এই প্রয়াস জারি থাকবে বলে জানান উদ্যোক্তারা । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.