ETV Bharat / technology

ব্যবসা শুরুর জন্য 10 লাখের মধ্যে পাওয়া যাচ্ছে যে সমস্ত ট্রাক, রইল তালিকা - TRUCKS UNDER 10 LAKHS - TRUCKS UNDER 10 LAKHS

Small Goods Carriers Trucks: বর্তমান পরিস্থিতিতে চাকরির পাশপাশি অনেকেই ব্যবসা শুরু করতে চান ৷ গাড়ি ব্যবসার ক্ষেত্রে প্রথমেই ছোট বিনিয়োগ পছন্দ করেন অনেকে ৷ তবে কি ধরনের ট্রাক কেনা দরকার তা অনেকেই বুঝতে পারেন না ৷ প্রতিবেদনে ব্যবসার প্রয়োজনীয় পাঁচটি ছোট পিকআপ ট্রাকের তালিকা রইল ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 22, 2024, 4:40 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট: পণ্য পরিবহণের ব্যবসা শুরু করতে গিয়ে অনেকেই থমকে যান ৷ বুঝে উঠতে পারেন না কী ধরনের পণ্যবাহী গাড়ি কেনা দরকার ৷ অথচ ব্যবসায় প্রথম দিকে অনেকে বেশি বিনিয়োগ করতে চান না ৷ সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে ছোট পণ্যবাহী গাড়ি কিনতে চান অনেকে ৷ 10 লাখের মধ্যে থাকা বেশ কিছু পণ্যবাহী ছোট ট্রাক বাজারে এসেছে বিভিন্ন গাড়ি কোম্পানি ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল টাটা এসিই গোল্ড (Tata Ace Gold), মাহিন্দ্রা জিতো (Mahindra Jeeto), মারুতি সুজুকি সুপার ক্যারি (Maruti Suzuki Super Carry), টাটা ইন্ট্রা ভি30 (Tata Intra V30) এবং অশোক লেল্যান্ড দোস্ত+(Ashok Leyland Dost +) ৷ এই 5 পণ্যবাহী ট্রাক 10 লাখেরও কম দামে পাওয়া যাচ্ছে ৷

1. টাটা এসিই গোল্ড (Tata Ace Gold): টাটা কমার্শিয়াল ভেহিকেলের এই ছোট পণ্যবাহী ট্রাকটি ব্যবসা শুরু প্রথম ধাপে ব্যবহার করা যেতেই পারে ৷ টাটার এই ট্রাকটি সাধারণত 'ছোট হাতি' নামে বেশি পরিচিত ব্য়বসায়ীদের কাছে । এই ট্রাকটিতে 694 সিসি মাল্টি-পয়েন্ট ফুয়েল ইনজেকশন, 4-স্ট্রোক ওয়াটার-কুলড ইঞ্জিন রয়েছে ৷ এটি সিএনজি ও পেট্রেল দু’টি জ্বালানিতেই চলে ৷ 3.99 লক্ষ টাকা থেকে 6.69 লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য। ট্রাক ব্যবসা বা যেকোনও ধরনের পণ্যবাহী ব্য়বসা শুরু করতে চাইলে টাটার এই ট্রাকটি কেনা যেতে পারে ৷

2. মাহিন্দ্রা জিতো (Mahindra Jeeto): এই তালিকায় থাকা আর একটি ট্রাক হল Mahindra Jeeto ৷ এই পিকআপ ট্রাকটি 4.38 লক্ষ টাকা থেকে 5.08 লক্ষ টাকা (এক্স-শোরুম) দাম । এটিতে 625 সিসি ফোর স্ট্রোক, যা 20.1 এইচপি শক্তি এবং 44 নিউটন মিটার টর্ক ইঞ্জিন রয়েছে । এই পিকআপ ট্রাক সর্বোচ্চ 1485 কেজি ওজন বইতে পারে ৷

3. মারুতি সুজুকি সুপার ক্যারি (Maruti Suzuki Super Carry): মারুতি সুজুকি এই ছোট পিকআপ ট্রাকটি ব্য়বসার জন্য ব্যবহার করা যায় ৷ মারুতি 1196 cc, G12B সিরিজ ইঞ্জিন রয়েছে এই সুপার ক্যারি মডেলটিতে ৷ এটি পেট্রল এবং সিএনজি দু’টিতেই ব্যবহার করা যায় ৷ 72 HP এবং 98 নিউটন মিটার টর্ক ইঞ্জিন আছে ৷ এটি 1600 কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারে ৷ এর দাম 4.14 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

4. টাটা ইন্ট্রা 30 (Tata Intra V30): টাটা-র তৈরি আরেকটি ছোট পিকআপ ট্রাক হল Tata Intra V30। এটিতে 1.5-লিটার, 4-সিলিন্ডার, BS-6 ডিজেল ইঞ্জিন রয়েছে ৷ ইঞ্জিনের ক্ষমতা 70 এইচপি এবং 140 নিউটন মিটার টর্ক ৷ ম্যানুয়াল গিয়ারবক্স (5-স্পীড) রয়েছে ৷ এই পিকআপ ট্রাকটি 1,300 কেজি পেলোড ক্ষমতা আছে ৷ এটি 7.30 লক্ষ থেকে 7.62 লক্ষ টাকা (এক্স-শোরুম) বিক্রি হচ্ছে।

5. অশোক লেল্যান্ড দোস্ত+ (Ashok Leyland Dost+): এই তালিকার শেষ স্থানে রয়েছে অশোক লেল্যান্ডের শক্তিশালী পিকআপ ট্রাক অশোক লেল্যান্ড দোস্ত+ ৷ এটি কেবল মাত্র ডিজেলে চলে ৷ Dost+ একটি 1.5-লিটার, 3-সিলিন্ডার BS-6 ইঞ্জিন ৷ এই পিকআপ ট্রাকের পেলোড ক্ষমতা 1,500 কেজি। দাম সম্পর্কে কথা বললে, এটি 7.75 লক্ষ থেকে 8.25 লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য ৷

হায়দরাবাদ, 22 অগস্ট: পণ্য পরিবহণের ব্যবসা শুরু করতে গিয়ে অনেকেই থমকে যান ৷ বুঝে উঠতে পারেন না কী ধরনের পণ্যবাহী গাড়ি কেনা দরকার ৷ অথচ ব্যবসায় প্রথম দিকে অনেকে বেশি বিনিয়োগ করতে চান না ৷ সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে ছোট পণ্যবাহী গাড়ি কিনতে চান অনেকে ৷ 10 লাখের মধ্যে থাকা বেশ কিছু পণ্যবাহী ছোট ট্রাক বাজারে এসেছে বিভিন্ন গাড়ি কোম্পানি ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল টাটা এসিই গোল্ড (Tata Ace Gold), মাহিন্দ্রা জিতো (Mahindra Jeeto), মারুতি সুজুকি সুপার ক্যারি (Maruti Suzuki Super Carry), টাটা ইন্ট্রা ভি30 (Tata Intra V30) এবং অশোক লেল্যান্ড দোস্ত+(Ashok Leyland Dost +) ৷ এই 5 পণ্যবাহী ট্রাক 10 লাখেরও কম দামে পাওয়া যাচ্ছে ৷

1. টাটা এসিই গোল্ড (Tata Ace Gold): টাটা কমার্শিয়াল ভেহিকেলের এই ছোট পণ্যবাহী ট্রাকটি ব্যবসা শুরু প্রথম ধাপে ব্যবহার করা যেতেই পারে ৷ টাটার এই ট্রাকটি সাধারণত 'ছোট হাতি' নামে বেশি পরিচিত ব্য়বসায়ীদের কাছে । এই ট্রাকটিতে 694 সিসি মাল্টি-পয়েন্ট ফুয়েল ইনজেকশন, 4-স্ট্রোক ওয়াটার-কুলড ইঞ্জিন রয়েছে ৷ এটি সিএনজি ও পেট্রেল দু’টি জ্বালানিতেই চলে ৷ 3.99 লক্ষ টাকা থেকে 6.69 লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য। ট্রাক ব্যবসা বা যেকোনও ধরনের পণ্যবাহী ব্য়বসা শুরু করতে চাইলে টাটার এই ট্রাকটি কেনা যেতে পারে ৷

2. মাহিন্দ্রা জিতো (Mahindra Jeeto): এই তালিকায় থাকা আর একটি ট্রাক হল Mahindra Jeeto ৷ এই পিকআপ ট্রাকটি 4.38 লক্ষ টাকা থেকে 5.08 লক্ষ টাকা (এক্স-শোরুম) দাম । এটিতে 625 সিসি ফোর স্ট্রোক, যা 20.1 এইচপি শক্তি এবং 44 নিউটন মিটার টর্ক ইঞ্জিন রয়েছে । এই পিকআপ ট্রাক সর্বোচ্চ 1485 কেজি ওজন বইতে পারে ৷

3. মারুতি সুজুকি সুপার ক্যারি (Maruti Suzuki Super Carry): মারুতি সুজুকি এই ছোট পিকআপ ট্রাকটি ব্য়বসার জন্য ব্যবহার করা যায় ৷ মারুতি 1196 cc, G12B সিরিজ ইঞ্জিন রয়েছে এই সুপার ক্যারি মডেলটিতে ৷ এটি পেট্রল এবং সিএনজি দু’টিতেই ব্যবহার করা যায় ৷ 72 HP এবং 98 নিউটন মিটার টর্ক ইঞ্জিন আছে ৷ এটি 1600 কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারে ৷ এর দাম 4.14 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

4. টাটা ইন্ট্রা 30 (Tata Intra V30): টাটা-র তৈরি আরেকটি ছোট পিকআপ ট্রাক হল Tata Intra V30। এটিতে 1.5-লিটার, 4-সিলিন্ডার, BS-6 ডিজেল ইঞ্জিন রয়েছে ৷ ইঞ্জিনের ক্ষমতা 70 এইচপি এবং 140 নিউটন মিটার টর্ক ৷ ম্যানুয়াল গিয়ারবক্স (5-স্পীড) রয়েছে ৷ এই পিকআপ ট্রাকটি 1,300 কেজি পেলোড ক্ষমতা আছে ৷ এটি 7.30 লক্ষ থেকে 7.62 লক্ষ টাকা (এক্স-শোরুম) বিক্রি হচ্ছে।

5. অশোক লেল্যান্ড দোস্ত+ (Ashok Leyland Dost+): এই তালিকার শেষ স্থানে রয়েছে অশোক লেল্যান্ডের শক্তিশালী পিকআপ ট্রাক অশোক লেল্যান্ড দোস্ত+ ৷ এটি কেবল মাত্র ডিজেলে চলে ৷ Dost+ একটি 1.5-লিটার, 3-সিলিন্ডার BS-6 ইঞ্জিন ৷ এই পিকআপ ট্রাকের পেলোড ক্ষমতা 1,500 কেজি। দাম সম্পর্কে কথা বললে, এটি 7.75 লক্ষ থেকে 8.25 লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.