ETV Bharat / state

ট্রাম লাইনের ধারে রাস্তার পিচ খুঁড়ে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ, তদন্তে লালবাজার - WOMAN MYSTERY DEATH IN KOLKATA

Women Body Recovery: উত্তর কলকাতায় বিধান সরণিতে ট্রাম লাইনের ঠিক পাশে রাস্তার পিচ খুঁড়ে মহিলার দেহ উদ্ধার হল শনিবার বিকেলে ৷ কীভাবে মহিলা জনবহুল এলাকায় পৌঁছলেন, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Women Body
রাস্তায় পিচের তলায় মহিলার দেহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 6:30 PM IST

Updated : Jul 13, 2024, 6:55 PM IST

কলকাতা, 13 জুলাই: মহানগরে পিচের রাস্তার ভিতর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ ৷ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার কাশীবোস লেনে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ ৷ পরে দেহটি রাস্তার পিচ খুঁড়ে বের করা হয় ৷

পাশাপাশি খবর যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের কাছে ৷ গোয়েন্দারা দেহটি দেখে প্রাথমিক ভাবে অনুমান করছেন, গত দু-তিন দিনের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ দেহে পরনে একটি গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না বলে পুলিশ সূত্রের খবর ৷ এদিন বিকেলে কাশীবোস লেনের মতো জনবহুল এলাকায় একেবারে রাস্তার পিচ খুঁড়ে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় ৷

এই বিষয় ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে, ওই মহিলা কীভাবে রাস্তার নোংরা আবর্জনা ও পিচের রাস্তার ভিতরে এসে পৌঁছলেন ? পাশাপাশি এলাকায় কোনও মহিলা নিখোঁজ রয়েছেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে যে, ওই মহিলার মৃত্যু কীভাবে হল ?

পাশাপাশি ওই মহিলার ছবি পার্শ্ববর্তী থানা এবং জেলাগুলির পুলিশ কমিশনারেট সমস্ত জায়গাতেই পাঠানো হয়েছে ৷ এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, কিছুদিন আগেই ওই এলাকায় জল জমেছিল ৷ তাঁদের অনুমান, হয়তো সেই সময় মহিলার মৃত্যু হয় এবং সেখানেই দেহ চাপা পড়ে যায় ৷ তবে এই তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা ৷ কারণ এলাকাটি এতটাই জনবহুল যে, কোনওভাবেই কোনও ব্যক্তি বা অন্য কেউ যদি চাপা পড়ে যায়, সেক্ষেত্রে কারও না কারও কারোর নজরে গোটা বিষয়টি আসতই ৷

কলকাতা, 13 জুলাই: মহানগরে পিচের রাস্তার ভিতর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ ৷ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার কাশীবোস লেনে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ ৷ পরে দেহটি রাস্তার পিচ খুঁড়ে বের করা হয় ৷

পাশাপাশি খবর যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের কাছে ৷ গোয়েন্দারা দেহটি দেখে প্রাথমিক ভাবে অনুমান করছেন, গত দু-তিন দিনের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ দেহে পরনে একটি গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না বলে পুলিশ সূত্রের খবর ৷ এদিন বিকেলে কাশীবোস লেনের মতো জনবহুল এলাকায় একেবারে রাস্তার পিচ খুঁড়ে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় ৷

এই বিষয় ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে, ওই মহিলা কীভাবে রাস্তার নোংরা আবর্জনা ও পিচের রাস্তার ভিতরে এসে পৌঁছলেন ? পাশাপাশি এলাকায় কোনও মহিলা নিখোঁজ রয়েছেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে যে, ওই মহিলার মৃত্যু কীভাবে হল ?

পাশাপাশি ওই মহিলার ছবি পার্শ্ববর্তী থানা এবং জেলাগুলির পুলিশ কমিশনারেট সমস্ত জায়গাতেই পাঠানো হয়েছে ৷ এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, কিছুদিন আগেই ওই এলাকায় জল জমেছিল ৷ তাঁদের অনুমান, হয়তো সেই সময় মহিলার মৃত্যু হয় এবং সেখানেই দেহ চাপা পড়ে যায় ৷ তবে এই তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা ৷ কারণ এলাকাটি এতটাই জনবহুল যে, কোনওভাবেই কোনও ব্যক্তি বা অন্য কেউ যদি চাপা পড়ে যায়, সেক্ষেত্রে কারও না কারও কারোর নজরে গোটা বিষয়টি আসতই ৷

Last Updated : Jul 13, 2024, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.