কলকাতা, 26 জুন: 'প্রশাসনের লেঠেল বাহিনী'র হকার উচ্ছেদ অভিযান আগামিকাল বৃহস্পতিবার থেকেই বন্ধ করতে হবে ৷ চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "উচ্ছেদ অভিযান বন্ধ না হলে, আমি গিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ব।"
হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সুর চড়িয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারকে কড়া বার্তা দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই মঙ্গলবার ও বুধবার শহরের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ এবং পৌরসভার কর্মীরা। আর এই অভিযানের প্রতিবাদেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু ৷
প্রশাসনের কাছে অবিলম্বে এই অভিযান বন্ধ করার দাবিও জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যদি এরপর এভাবে উচ্ছেদ চলে, তবে এলাকার মানুষ এবং বিজেপি কর্মীদের বলব বাধা দিন ৷ আমি যদি আগাম জানতে পারি আমিও বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াব ৷ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, সরকারি জমি উদ্ধার কি কেবল বিধাননগর, গড়িয়াহাট, হাতিবাগানেই হবে, নাকি গোটা রাজ্যেও হবে ?" একই সঙ্গে শুভেন্দু এও বলেন, "আমরা জানতে চাই পার্কসার্কাস, মেটিয়াব্রুজ, গার্ডেনরিচে এই অভিযান কবে হবে ? আমি ভূমি রাজস্ব দফতরকে নোডাল করে তারপর এদের আগাম নোটিশ দেওয়ার কথা বলব ৷"
প্রশাসনের কাছে দেড় কোটি মানুষকে চাকরি দেওয়ার পাশাপাশি পুনর্বাসন দেওয়ারও প্রস্তাব দেন শুভেন্দু অধিকারী ৷ আর যদি সরকার হকারদের পাশে না থাকে তাহলে বিজেপি তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷ হকার উচ্ছেদ নিয়ে প্রশাসন কোনও এসওপি তৈরি করেছেন কি না, সেটাও জানতে চান তিনি ৷ হকারদের যে অন্যায়ভাবে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, তা আসলে 29টি আসনে জয়ের দম্ভ বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷