ETV Bharat / state

রাজ্যে সরকারি হাসপাতালে প্রথম সম্পূর্ণ বিনামূল্যে টেস্টটিউব বেবির জন্ম - SSKM Hospital - SSKM HOSPITAL

শুক্রবার এসএসকেএম হাসপাতালে জন্ম হয় শিশুকন্যাটির ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারের তত্ত্বাবধানে আড়াই বছর আগে আইভিএফ পদ্ধতি চালু হয়েছিল পিজিতে ৷

SSKM hospital
সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টেস্টটিউব বেবির জন্ম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 5:10 PM IST

Updated : Oct 5, 2024, 5:25 PM IST

কলকাতা, 5 অক্টোবর: রাজ্যের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে জন্ম হল টেস্টটিউব বা আইভিএফ বেবির ৷ তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে ৷ এসএসকেএম হাসপাতালে শুক্রবার ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মাধ্যমে জন্ম হয়েছে এক শিশু কন্যার ৷ সদ্যোজাতর ওজন হয়েছে 3 কেজির মতো ৷ একদম সুস্থ রয়েছে শিশুটি ৷ প্রসূতি দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷

চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার ইটিভি ভারতকে বলেন, "জিডিআইএফআর সঙ্গে সহযোগিতায় এসএসকেএম হাসপাতালে বিনামূল্যে আড়াই বছর আগে টেস্টটিউব বেবি সেন্টার চালু হয় ৷ বর্তমানে 35-36 টা আইভিএফ চলছে ৷ তার মধ্যে প্রথম আইভিএফ বেবির জন্ম হল শুক্রবার ৷ ভারতবর্ষের কয়েকটি হাসপাতালের মধ্যে একটি এবং রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টেস্টটিউব বেবির জন্ম হয়েছে ৷ ভর্তি থাকা, সার্জারি সবটাই বিনা খরচে হয়েছে ৷"

রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টেস্টটিউব বেবির জন্ম (ইটিভি ভারত)

ভারতে আইভিএফ প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় । এই মুহূর্তে বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের চিকিৎসা পরিষেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে । বেসরকারি হাসপাতালে আড়াই থেকে 5 লাখ টাকার মতো খরচ হয় টেস্টটিউব বেবির ভ্রুণ তৈরি করতে । গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা সম্ভব হয় না। এই আইভিএফ পদ্ধতিতে সাধারণত ছয়টি পর্যায় থাকে । প্রতিটি সাইকেলের খরচ পড়ে দেড় থেকে দুই লক্ষ টাকা । তবে তাতেও সাফল্যের হার খুব বেশি নয় ।

যদি কেউ সবকটি পর্যায় পূরণ করতে পারেন তাহলেও তাঁর সাফল্যের হার 100 শতাংশ হয় না । সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ । সেই জায়গায় অসাধ্য সাধন করে দেখাল কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএম বা পিজি ৷ শুক্রবার বিনামূল্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি । এসএসকেএম হাসপাতালের দাবি, পিজি হাসপাতালে শিশু বিভাগে কোটি টাকা খরচা করে উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীতেও এভাবেই বিনা খরচে লাখো দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্টটিউব বেবি ।

SSKM hospital
এসএসকেএম হাসপাতালে বিনা খরচে জন্ম টেস্টটিউব বেবির (নিজস্ব ছবি)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আড়াই বছর আগে সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবি সেন্টার করার ব্যবস্থা গ্রহণ করা হয় ৷ টেস্টটিউব বেবি জন্মের জন্য সবরকম ব্যবস্থা করার এই দায়িত্ব এসে পড়ে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারের ঘাড়ে ৷ টেস্টটিউব বেবির স্রষ্টা চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ছিলেন সুদর্শন ঘোষ দস্তিদার ৷ শহরের স্বনামধন্য চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারকে খোদ মুখ্যমন্ত্রী টেস্টটিউব বেবি সেন্টার করার দায়িত্ব দেন । এরপরেই বিনামূল্যে আইভিএফ পরিষেবা দেওয়ার কাজ শুরু হয় এসএসকেএম হাসপাতালে ৷ তারপরেই মিলল সাফল্য ৷

SSKM hospital
শুক্রবার জন্ম হয় শিশুকন্যার (নিজস্ব ছবি)

কলকাতা, 5 অক্টোবর: রাজ্যের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে জন্ম হল টেস্টটিউব বা আইভিএফ বেবির ৷ তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে ৷ এসএসকেএম হাসপাতালে শুক্রবার ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মাধ্যমে জন্ম হয়েছে এক শিশু কন্যার ৷ সদ্যোজাতর ওজন হয়েছে 3 কেজির মতো ৷ একদম সুস্থ রয়েছে শিশুটি ৷ প্রসূতি দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷

চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার ইটিভি ভারতকে বলেন, "জিডিআইএফআর সঙ্গে সহযোগিতায় এসএসকেএম হাসপাতালে বিনামূল্যে আড়াই বছর আগে টেস্টটিউব বেবি সেন্টার চালু হয় ৷ বর্তমানে 35-36 টা আইভিএফ চলছে ৷ তার মধ্যে প্রথম আইভিএফ বেবির জন্ম হল শুক্রবার ৷ ভারতবর্ষের কয়েকটি হাসপাতালের মধ্যে একটি এবং রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টেস্টটিউব বেবির জন্ম হয়েছে ৷ ভর্তি থাকা, সার্জারি সবটাই বিনা খরচে হয়েছে ৷"

রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টেস্টটিউব বেবির জন্ম (ইটিভি ভারত)

ভারতে আইভিএফ প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় । এই মুহূর্তে বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের চিকিৎসা পরিষেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে । বেসরকারি হাসপাতালে আড়াই থেকে 5 লাখ টাকার মতো খরচ হয় টেস্টটিউব বেবির ভ্রুণ তৈরি করতে । গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা সম্ভব হয় না। এই আইভিএফ পদ্ধতিতে সাধারণত ছয়টি পর্যায় থাকে । প্রতিটি সাইকেলের খরচ পড়ে দেড় থেকে দুই লক্ষ টাকা । তবে তাতেও সাফল্যের হার খুব বেশি নয় ।

যদি কেউ সবকটি পর্যায় পূরণ করতে পারেন তাহলেও তাঁর সাফল্যের হার 100 শতাংশ হয় না । সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ । সেই জায়গায় অসাধ্য সাধন করে দেখাল কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএম বা পিজি ৷ শুক্রবার বিনামূল্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি । এসএসকেএম হাসপাতালের দাবি, পিজি হাসপাতালে শিশু বিভাগে কোটি টাকা খরচা করে উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীতেও এভাবেই বিনা খরচে লাখো দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্টটিউব বেবি ।

SSKM hospital
এসএসকেএম হাসপাতালে বিনা খরচে জন্ম টেস্টটিউব বেবির (নিজস্ব ছবি)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আড়াই বছর আগে সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবি সেন্টার করার ব্যবস্থা গ্রহণ করা হয় ৷ টেস্টটিউব বেবি জন্মের জন্য সবরকম ব্যবস্থা করার এই দায়িত্ব এসে পড়ে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারের ঘাড়ে ৷ টেস্টটিউব বেবির স্রষ্টা চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ছিলেন সুদর্শন ঘোষ দস্তিদার ৷ শহরের স্বনামধন্য চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারকে খোদ মুখ্যমন্ত্রী টেস্টটিউব বেবি সেন্টার করার দায়িত্ব দেন । এরপরেই বিনামূল্যে আইভিএফ পরিষেবা দেওয়ার কাজ শুরু হয় এসএসকেএম হাসপাতালে ৷ তারপরেই মিলল সাফল্য ৷

SSKM hospital
শুক্রবার জন্ম হয় শিশুকন্যার (নিজস্ব ছবি)
Last Updated : Oct 5, 2024, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.