কলকাতা, 21 অক্টোবর: কালীপুজোর আগে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় । আবহাওয়ার পূর্বাভাস দেয়, এমন কয়েকটি বেসরকারি সংস্থার দাবি করেছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে । ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হতে পারে ‘দানা’ । এই নামটি দিয়েছে কাতার । সোমবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
ঘূর্ণিঝড় ডানা প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর যা জানাচ্ছে:
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্তটি রয়েছে আগামী 24 ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে । অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে । এরপর এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । 22 অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে । এরপর 23 অক্টোবর তা শক্তি বাড়িয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে । এর অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে । 24 অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলে কাছে আসবে ঘূর্ণিঝড়টি ।"
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত:
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদের দাবি, ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গের উপর সেভাবে নেই । কারণ, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । মঙ্গলবার, 22 অক্টোবরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে বুধবার অর্থাৎ 23 অক্টোবর উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে ৷ বিশেষ করে দুই 24 পরগনা ও দুই মেদনীপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে ৷ এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷
पूर्व-मध्य बंगाल की खाड़ी पर अगले 24 घंटे के दौरान एक निम्न दबाव का क्षेत्र बनने की संभावना है#IMDWeatherUpdate #imd #bayofbengal #weather #weatherforecast #weatherupdate @moesgoi @ndmaindia @airnewsalerts @DDNewslive@DrJitendraSingh @osdmaodisha @wbdmcd @APSDMA pic.twitter.com/q5thmVipXC
— India Meteorological Department (@Indiametdept) October 20, 2024
দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব:
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবারও ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে । মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে । আগামী 24 তারিখ উপকূলবর্তী এলাকায় হাওয়ার সাম্ভাব্য গতিবেগ থাকবে ঘণ্টায় 100 থেকে 110 কিলোমিটার ।
কলকাতাতে 24 অক্টোবর থেকে 25 অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে কলকাতায় ওই সময় হাওয়ার গতি এখনই বলা সম্ভব নয় । সেই সঙ্গে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের নির্দিষ্ট স্থান এবং সময় এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
কলকাতার তাপমাত্রা:
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ থাকবে মেঘলা ৷ এদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷ রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 62 শতাংশ ।