ETV Bharat / state

পুজোর আগে উদারহস্ত মমতা ! আজ থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা - CM Mamata Banerjee - CM MAMATA BANERJEE

পুজোর আগেই 10 হাজার টাকার উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ট্যাব কেনার জন্য একাদশ-দ্বাদশের পড়ুয়াদের এই টাকা দেবে রাজ্য সরকার ৷

West Bengal Govt to give 10 Thousand Rs to Students to Buy Tablet
পুজোর আগেই 10 হাজার টাকার উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 7:48 AM IST

কলকাতা, 5 অক্টোবর: পুজো উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য যে 10 হাজার টাকা করে রাজ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দিত, তা দুর্গাপুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । আজ থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর প্রক্রিয়া শুরু হয়েছে ।

মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য ট্যাব কিনতে 10 হাজার টাকা দেয় রাজ্য সরকার । গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল । তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় শিক্ষা দফতর । বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আপাতত রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে না ।

West Bengal Govt to give 10 Thousand Rs to Students to Buy Tablet
পুজোর আগে উদারহস্ত মমতা (ইটিভি ভারত)

এদিন ত্রিধারাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রী, যারা একাদশ-দ্বাদশে পড়ে, তাদের ট্যাব/স্মার্ট ফোন কেনার জন্য কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হচ্ছে । এর জন্য রাজ্য সরকারের 1650 কোটি টাকা খরচ হচ্ছে । এই টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই ঢুকে যাচ্ছে । এতদিন দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পেতেন । এবারই প্রথম একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও আমরা দিচ্ছি । সব মিলিয়ে এখনও পর্যন্ত 53 লক্ষ পড়ুয়াকে পাঁচ হাজার কোটি টাকার বেশি দেওয়া হল ।’’

ত্রিধারা সম্মেলনের মঞ্চ থেকে কয়েকজন পড়ুয়ার হাতে ট্যাবের জন্য প্রতীকী অর্থও তুলেও দেওয়া হয় । প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা চেতলা গার্লসের দুই পড়ুয়ার হাতে প্রতীকী হিসাবে এই অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:

কলকাতা, 5 অক্টোবর: পুজো উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য যে 10 হাজার টাকা করে রাজ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দিত, তা দুর্গাপুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । আজ থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর প্রক্রিয়া শুরু হয়েছে ।

মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য ট্যাব কিনতে 10 হাজার টাকা দেয় রাজ্য সরকার । গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল । তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় শিক্ষা দফতর । বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আপাতত রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে না ।

West Bengal Govt to give 10 Thousand Rs to Students to Buy Tablet
পুজোর আগে উদারহস্ত মমতা (ইটিভি ভারত)

এদিন ত্রিধারাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের 16 লক্ষ ছাত্র-ছাত্রী, যারা একাদশ-দ্বাদশে পড়ে, তাদের ট্যাব/স্মার্ট ফোন কেনার জন্য কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হচ্ছে । এর জন্য রাজ্য সরকারের 1650 কোটি টাকা খরচ হচ্ছে । এই টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই ঢুকে যাচ্ছে । এতদিন দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পেতেন । এবারই প্রথম একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও আমরা দিচ্ছি । সব মিলিয়ে এখনও পর্যন্ত 53 লক্ষ পড়ুয়াকে পাঁচ হাজার কোটি টাকার বেশি দেওয়া হল ।’’

ত্রিধারা সম্মেলনের মঞ্চ থেকে কয়েকজন পড়ুয়ার হাতে ট্যাবের জন্য প্রতীকী অর্থও তুলেও দেওয়া হয় । প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা চেতলা গার্লসের দুই পড়ুয়ার হাতে প্রতীকী হিসাবে এই অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.