ETV Bharat / state

4 দিন ধরে নিখোঁজ বালকের অর্ধনগ্ন দেহ উদ্ধার টিটাগড়ের ভাগাড়ে - BOY BODY RECOVERED

10 বছরের বালকের বাড়ি রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকায় ৷ শনিবার থেকে নিখোঁজ ছিল সে ৷ এদিন তার দেহ উদ্ধার হয় ভাগাড় থেকে ৷

boy body recovered
টিটাগড়ের ভাগাড় থেকে বালকের অর্ধনগ্ন দেহ উদ্ধার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 5:19 PM IST

টিটাগড়, 22 জানুয়ারি: চারদিন ধরে নিখোঁজ থাকার পর বালকের অর্ধনগ্ন দেহ উদ্ধার ভাগাড় থেকে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার টিটাগড়ে ৷ মৃত বালকের বয়স 10 বছর ৷ ভাগাড় থেকে বালকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রহড়া থানার পুলিশ ৷ দেহটি শনাক্ত করেছে বালকের পরিবার ৷ এই ঘটনায় বিনোদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, গত শনিবার রহস্যজনকভাবে রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা 10 বছরের ছেলেটি নিখোঁজ হয়ে যায় । পরিবারের লোকজন পুলিশে অভিযোগ করেন ৷ চারদিন ধরে নিখোঁজ থাকার পর ওই বালকের দেহ বুধবার সকালে উদ্ধার হয় টিটাগরের ভাগাড় থেকে ৷

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে দেহ দেখতে পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷ তাঁর গলা শুনে ছুটে আসেন এলাকার মানুষজন ৷ ঘটনার খবর দেওয়া হয় রহড়া থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালকের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । তার নিম্নাঙ্গে কোনও কাপড় ছিল না বলে জানা গিয়েছে । যদিও প্রথম দিকে বালকের পরিচয় জানা যায়নি । কিন্তু মিসিং ডায়েরির ভিত্তিতে নিখোঁজ বালকের পরিবারকে খবর দেওয়া হয় পুলিশের তরফে । তার পরিবার এসে দেহটি শনাক্ত করে ।

এদিন স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন দশ বছরের বালককে খুন করা হল । পাশাপাশি এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে অভয়ের পরিবার । মৃত বালকের মা পেশায় ফুচকা বিক্রেতা ।

তিনি বলেন, "শনিবার দোকানে যাওয়ার আগে দেখছিলাম ছেলে এলাকার কয়েকটি বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে । সন্ধ্যায় ওর পড়তে যাওয়ার কথা ছিল । ওই কারণে সন্ধ্যা নাগাদ ছেলের খোঁজ করে আমার মেয়ে । কিন্তু সে ছেলেকে খুঁজে পায় না ৷ বিষয়টি আমাকে জানায় । স্থানীয়রা জানায়, ওরা আমার ছেলেকে সন্ধ্যা ছটা নাগাদ শেষবার দেখেছিল । তারপরে তাকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করি । কিন্তু আজকে মৃত অবস্থায় পেলাম ছেলেকে ।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, "দেহ উদ্ধার করে ইতিমধ্যে ব্যারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এলাকার সিসিটিভি ফুটেজে ওই বালককে দুই মহিলার সঙ্গে শেষবার ঘুরতে দেখা যায় । কিন্তু ফুটেজের ছবি অস্পষ্ট থাকায় ওই দুই মহিলাকে চিহ্নিত করা যায়নি । অভিযোগের ভিত্তিতে এলাকারই বিনোদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে ।"

টিটাগড়, 22 জানুয়ারি: চারদিন ধরে নিখোঁজ থাকার পর বালকের অর্ধনগ্ন দেহ উদ্ধার ভাগাড় থেকে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার টিটাগড়ে ৷ মৃত বালকের বয়স 10 বছর ৷ ভাগাড় থেকে বালকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রহড়া থানার পুলিশ ৷ দেহটি শনাক্ত করেছে বালকের পরিবার ৷ এই ঘটনায় বিনোদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, গত শনিবার রহস্যজনকভাবে রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা 10 বছরের ছেলেটি নিখোঁজ হয়ে যায় । পরিবারের লোকজন পুলিশে অভিযোগ করেন ৷ চারদিন ধরে নিখোঁজ থাকার পর ওই বালকের দেহ বুধবার সকালে উদ্ধার হয় টিটাগরের ভাগাড় থেকে ৷

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে দেহ দেখতে পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷ তাঁর গলা শুনে ছুটে আসেন এলাকার মানুষজন ৷ ঘটনার খবর দেওয়া হয় রহড়া থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালকের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । তার নিম্নাঙ্গে কোনও কাপড় ছিল না বলে জানা গিয়েছে । যদিও প্রথম দিকে বালকের পরিচয় জানা যায়নি । কিন্তু মিসিং ডায়েরির ভিত্তিতে নিখোঁজ বালকের পরিবারকে খবর দেওয়া হয় পুলিশের তরফে । তার পরিবার এসে দেহটি শনাক্ত করে ।

এদিন স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন দশ বছরের বালককে খুন করা হল । পাশাপাশি এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে অভয়ের পরিবার । মৃত বালকের মা পেশায় ফুচকা বিক্রেতা ।

তিনি বলেন, "শনিবার দোকানে যাওয়ার আগে দেখছিলাম ছেলে এলাকার কয়েকটি বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে । সন্ধ্যায় ওর পড়তে যাওয়ার কথা ছিল । ওই কারণে সন্ধ্যা নাগাদ ছেলের খোঁজ করে আমার মেয়ে । কিন্তু সে ছেলেকে খুঁজে পায় না ৷ বিষয়টি আমাকে জানায় । স্থানীয়রা জানায়, ওরা আমার ছেলেকে সন্ধ্যা ছটা নাগাদ শেষবার দেখেছিল । তারপরে তাকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করি । কিন্তু আজকে মৃত অবস্থায় পেলাম ছেলেকে ।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, "দেহ উদ্ধার করে ইতিমধ্যে ব্যারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এলাকার সিসিটিভি ফুটেজে ওই বালককে দুই মহিলার সঙ্গে শেষবার ঘুরতে দেখা যায় । কিন্তু ফুটেজের ছবি অস্পষ্ট থাকায় ওই দুই মহিলাকে চিহ্নিত করা যায়নি । অভিযোগের ভিত্তিতে এলাকারই বিনোদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.