ETV Bharat / sports

অবসর ভেঙে বাইশ গজে ফিরছেন ! বড়সড় ইঙ্গিত ডি'ভিলিয়ার্সের - AB DE VILLIERS

বাঁ-চোখের দৃষ্টি ঈষৎ ঝাপসা হয়েছে ৷ তবু ক্রিকেটে ফেরার ইচ্ছেপ্রকাশ এবি ডি'ভিলিয়ার্সের ৷ খেলবেন আইপিএল? কী বললেন 'মিস্টার 360' ?

AB DE VILLIERS
আরসিবি জার্সিতে ডি'ভিলিয়ার্স (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 22, 2025, 5:17 PM IST

হায়দরাবাদ, 22 জানুয়ারি: ব্য়াট হাতে মাঠের প্রত্যেকটি কোণে অবলীলায় বল পাঠানোয় সিদ্ধহস্ত ছিলেন তিনি ৷ অনুরাগীমহলে তাই তিনি পরিচিত 'মিস্টার 360' নামে ৷ তাঁর ব্যাটিং ঝংকারে বুঁদ হত আট থেকে আশি ৷ এহেন আব্রাহাম বেঞ্জামিন ডি'ভিলিয়ার্স অবসরের চার বছর পর ফের বাইশ গজে ফেরার ইঙ্গিত দিলেন ৷ একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রতি ব্যাট হাতে নামার ইচ্ছেপ্রকাশ করেছেন প্রাক্তন প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ অবশ্য আইপিএল কিংবা এসএ-20'র মত জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি লিগে নয়, একটু মজার ছলে চাপহীন হয়ে ক্রিকেটটাকে উপভোগ করতে চান বছর চল্লিশের ডি'ভিলিয়ার্স ৷

পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে 2021 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডি'ভিলিয়ার্স ৷ হয়তো সময়ের খানিকটা আগেই ৷ সম্প্রতি মেলিন্ডা ফারেলের ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং গ্রেট ৷ সেখানে তিনি বলেন, "আমি এখনও যে কোনওদিন ক্রিকেটে ফিরতে পারি ৷ যদিও এ বিষয়ে কোনও নিশ্চয়তা নেই ৷ আমার সন্তানরা এ ব্য়াপারে আমাকে জোর করছে এবং আমার মনে হচ্ছে ওদের সঙ্গে নেটে নেমে যাই ৷" ডি'ভিলিয়ার্সের সংযোজন, "হতে পারে আমি কোনওদিন কোথাও সাধারণ মানের ক্রিকেটে অংশ নিয়ে ফেললাম ৷"

তাহলে কি বিরাট কোহলির পাশে পুনরায় রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দেখা যাবে কিংবদন্তিকে? সেই সম্ভাবনা অবশ্য খারিজ করে দিয়েছেন ডি'ভিলিয়ার্স ৷ তিনি বলেন, "আরও স্পষ্ট করে বলতে গেলে আমি রিয়েল ক্রিকেট খেলতে চাইলেও আইপিএল কিংবা এসএ-20'র মত কোনও পেশাদার লিগে অংশ নিতে চাই না ৷ ওই ধরনের লিগগুলোতে খেলার দিন শেষ হয়ে গিয়েছে ৷"

অবশ্য ক্রিকেটে ফিরতে চাইলেও তা খানিকটা চ্যালেঞ্জের সমান ডি'ভিলিয়ার্সের কাছে ৷ কারণ বাঁ-চোখের দৃষ্টি ঈষৎ ঝাপসা হয়েছে ব্যাটিং গ্রেটের ৷ ডানচোখ অবশ্য ঠিক রয়েছে বলেই ইউটিউব চ্যানেলে জানান দেশের হয়ে 114টি টেস্ট, 228টি ওয়ান-ডে এবং 78টি টি-20 খেলা ডি'ভিলিয়ার্স ৷ যাঁর ঝুলিতে রয়েছে ওয়ান-ডে ক্রিকেটের দ্রুততম হাফসেঞ্চুরি, সেঞ্চুরি এবং দেড়শত রানের নজির ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 22 জানুয়ারি: ব্য়াট হাতে মাঠের প্রত্যেকটি কোণে অবলীলায় বল পাঠানোয় সিদ্ধহস্ত ছিলেন তিনি ৷ অনুরাগীমহলে তাই তিনি পরিচিত 'মিস্টার 360' নামে ৷ তাঁর ব্যাটিং ঝংকারে বুঁদ হত আট থেকে আশি ৷ এহেন আব্রাহাম বেঞ্জামিন ডি'ভিলিয়ার্স অবসরের চার বছর পর ফের বাইশ গজে ফেরার ইঙ্গিত দিলেন ৷ একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রতি ব্যাট হাতে নামার ইচ্ছেপ্রকাশ করেছেন প্রাক্তন প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ অবশ্য আইপিএল কিংবা এসএ-20'র মত জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি লিগে নয়, একটু মজার ছলে চাপহীন হয়ে ক্রিকেটটাকে উপভোগ করতে চান বছর চল্লিশের ডি'ভিলিয়ার্স ৷

পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে 2021 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডি'ভিলিয়ার্স ৷ হয়তো সময়ের খানিকটা আগেই ৷ সম্প্রতি মেলিন্ডা ফারেলের ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং গ্রেট ৷ সেখানে তিনি বলেন, "আমি এখনও যে কোনওদিন ক্রিকেটে ফিরতে পারি ৷ যদিও এ বিষয়ে কোনও নিশ্চয়তা নেই ৷ আমার সন্তানরা এ ব্য়াপারে আমাকে জোর করছে এবং আমার মনে হচ্ছে ওদের সঙ্গে নেটে নেমে যাই ৷" ডি'ভিলিয়ার্সের সংযোজন, "হতে পারে আমি কোনওদিন কোথাও সাধারণ মানের ক্রিকেটে অংশ নিয়ে ফেললাম ৷"

তাহলে কি বিরাট কোহলির পাশে পুনরায় রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দেখা যাবে কিংবদন্তিকে? সেই সম্ভাবনা অবশ্য খারিজ করে দিয়েছেন ডি'ভিলিয়ার্স ৷ তিনি বলেন, "আরও স্পষ্ট করে বলতে গেলে আমি রিয়েল ক্রিকেট খেলতে চাইলেও আইপিএল কিংবা এসএ-20'র মত কোনও পেশাদার লিগে অংশ নিতে চাই না ৷ ওই ধরনের লিগগুলোতে খেলার দিন শেষ হয়ে গিয়েছে ৷"

অবশ্য ক্রিকেটে ফিরতে চাইলেও তা খানিকটা চ্যালেঞ্জের সমান ডি'ভিলিয়ার্সের কাছে ৷ কারণ বাঁ-চোখের দৃষ্টি ঈষৎ ঝাপসা হয়েছে ব্যাটিং গ্রেটের ৷ ডানচোখ অবশ্য ঠিক রয়েছে বলেই ইউটিউব চ্যানেলে জানান দেশের হয়ে 114টি টেস্ট, 228টি ওয়ান-ডে এবং 78টি টি-20 খেলা ডি'ভিলিয়ার্স ৷ যাঁর ঝুলিতে রয়েছে ওয়ান-ডে ক্রিকেটের দ্রুততম হাফসেঞ্চুরি, সেঞ্চুরি এবং দেড়শত রানের নজির ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.