ETV Bharat / state

রাস্তায় সরকারি বাস কম, উষ্মা প্রকাশ মমতার; পরিবহণ দফতরকে টোটো নীতি তৈরির নির্দেশ - State bus services in Bengal - STATE BUS SERVICES IN BENGAL

West Bengal Transport Department: পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে মখ্যমন্ত্রীর প্রশ্ন, রাস্তায় সরকারি বাস কমছে কেন ? অথচ তেলের খরচ দিনদিন বাড়ছে ৷ বৈঠকে সরকারি বাস ভাড়া না-বাড়ানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Chief Minister Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 9:23 AM IST

কলকাতা 7 অগস্ট: সাম্প্রতিক সময় রাস্তায় দেখা মিলছে না সরকারি বাসের। যা নিয়ে উষ্মা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাস্তায় সরকারি বাসের দেখা না-মেলায় অফিসটাইমে নাজেহাল হতে হয় সাধারণ যাত্রীদের। এই অবস্থায় বহু মানুষ, শুধুমাত্র বেসরকারি বাসের উপরে ভরসা করেন ৷ কিন্তু তার সংখ্যাও অপ্রতুল ৷ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার পরিবহণ মন্ত্রী ও পরিবহণ দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পরিবহণ দফতরকে টোটোর জন্য নির্দষ্ট নীতি তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷

বৈঠকেই বাসের সরকারি বাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলে তোলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে এই দিনের বৈঠকেও মুখ্যমন্ত্রী সরকারি বাসের ভাড়া না-বাড়ানোর অবস্থানেই অনড় থেকেছেন। বেসরকারি বাসে উঠলেই এই মুহূর্তে 10 টাকা দিতে হয় ৷ কিন্তু সরকারি বাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া সাত টাকা ৷ এক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত রেখে বিকল্প উপায়ে কীভাবে আয় বাড়ানো যায়, পরিবহণ মন্ত্রীকে তার পরিকল্পনা করতে বলেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী 3 সিফটে বাস চালানোর পরিবর্তে 4 সিফটি চালানোর পরামর্শ দিয়েছেন ৷

বৈঠকে গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে , আগামী দিনে এসবিএসটিসি অর্থাৎ দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম ও এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গ পরিবহণ নিগমকে এক ছাতার তলায় নিয়ে আসার ভাবনা রয়েছে সরকারের ৷ মুখ্যমন্ত্রী চান, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সঙ্গেই বাকি দুটো পরিবহণ নিগমকে মিলিয়ে দিতে ৷

এদিনের এই পরিবহণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সাম্প্রতিক নেওয়া হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে টোটো নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বহু গরিব মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে টোটোর সঙ্গে ৷ মুখ্যমন্ত্রী চান, টোটো নিয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হোক ৷ আইনি স্বীকৃতি দেওয়া হোক টোটোকে। কীভাবে এই কাজ করা যায়, সে বিষয়ে আইনি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি ৷ এক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করতে পরিবহণ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, পরিবহণ সচিব, ছিলেন ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র ৷

এদিনের বৈঠকে মমতার সাফ বার্তা, পরিবহণ কর্মীদের মাইনে দিতে সব টাকা চলে যাচ্ছে ৷ আয় বাড়ছে না কেন ? সবচেয়ে বড় কথা রাস্তায় পর্যাপ্ত বাসও নেই । জবাবে মন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে 1180টি বাস কেনা হয়েছে ৷ কিন্তু সুপ্রিম কোর্টের মামলার জন্যই তা রাস্তায় নামানো যাচ্ছে না ৷

কলকাতা 7 অগস্ট: সাম্প্রতিক সময় রাস্তায় দেখা মিলছে না সরকারি বাসের। যা নিয়ে উষ্মা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাস্তায় সরকারি বাসের দেখা না-মেলায় অফিসটাইমে নাজেহাল হতে হয় সাধারণ যাত্রীদের। এই অবস্থায় বহু মানুষ, শুধুমাত্র বেসরকারি বাসের উপরে ভরসা করেন ৷ কিন্তু তার সংখ্যাও অপ্রতুল ৷ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার পরিবহণ মন্ত্রী ও পরিবহণ দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পরিবহণ দফতরকে টোটোর জন্য নির্দষ্ট নীতি তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷

বৈঠকেই বাসের সরকারি বাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলে তোলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে এই দিনের বৈঠকেও মুখ্যমন্ত্রী সরকারি বাসের ভাড়া না-বাড়ানোর অবস্থানেই অনড় থেকেছেন। বেসরকারি বাসে উঠলেই এই মুহূর্তে 10 টাকা দিতে হয় ৷ কিন্তু সরকারি বাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া সাত টাকা ৷ এক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত রেখে বিকল্প উপায়ে কীভাবে আয় বাড়ানো যায়, পরিবহণ মন্ত্রীকে তার পরিকল্পনা করতে বলেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী 3 সিফটে বাস চালানোর পরিবর্তে 4 সিফটি চালানোর পরামর্শ দিয়েছেন ৷

বৈঠকে গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে , আগামী দিনে এসবিএসটিসি অর্থাৎ দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম ও এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গ পরিবহণ নিগমকে এক ছাতার তলায় নিয়ে আসার ভাবনা রয়েছে সরকারের ৷ মুখ্যমন্ত্রী চান, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সঙ্গেই বাকি দুটো পরিবহণ নিগমকে মিলিয়ে দিতে ৷

এদিনের এই পরিবহণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সাম্প্রতিক নেওয়া হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে টোটো নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বহু গরিব মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে টোটোর সঙ্গে ৷ মুখ্যমন্ত্রী চান, টোটো নিয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হোক ৷ আইনি স্বীকৃতি দেওয়া হোক টোটোকে। কীভাবে এই কাজ করা যায়, সে বিষয়ে আইনি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি ৷ এক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করতে পরিবহণ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, পরিবহণ সচিব, ছিলেন ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র ৷

এদিনের বৈঠকে মমতার সাফ বার্তা, পরিবহণ কর্মীদের মাইনে দিতে সব টাকা চলে যাচ্ছে ৷ আয় বাড়ছে না কেন ? সবচেয়ে বড় কথা রাস্তায় পর্যাপ্ত বাসও নেই । জবাবে মন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে 1180টি বাস কেনা হয়েছে ৷ কিন্তু সুপ্রিম কোর্টের মামলার জন্যই তা রাস্তায় নামানো যাচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.