কলকাতা, 14 নভেম্বর: আজ থেকে ঠান্ডার আমেজ বাড়বে ৷ চলতি মাসের শেষে তাপমাত্রা আরও নামলেও শীত এখনও দূরেই ৷ এই সপ্তাহের বাকি ক'দিনে পারদ পতনের জোরালো সম্ভাবনা। অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে। ফলে হালকা ঠান্ডার অনুভূতি আরও একটু বেশি করে অনুভূত হবে। আবহবিদরা বলছেন, বাংলায় শীতকাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে নয়।
নভেম্বরের প্রথমের দিক থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা ও ধোঁয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। কিন্তু সেভাবে শীত অনুভূত হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা অন্তত 2 ডিগ্রি নীচে নামবে। এতদিন সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। এবার 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার সকালের দিকে আকাশ পরিষ্কার ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।
বঙ্গে বর্তমান আবহাওয়া
বাংলা ক্যালেন্ডার এখন কার্তিক শেষে অগ্রহায়ণের পথে। ফলে হেমন্তের হিমের দাপট বাড়বে এটাই স্বাভাবিক। ভোরে কুয়াশা যথেষ্ট। হাওয়ায় ঠান্ডা ভাব আগের তুলনায় বেড়েছে। বেলায় রোদের তাপ গায়ে লাগছে তবে অসহ্য নয়। দুপুরে রোদের তাপে নিস্তেজতা শুরু। সূর্য ডোবার পরে উপভোগ্য শীতলতা।
বাংলায় শীতকাল কবে
হাওয়া অফিস বলছে, এভাবেই শীত নামবে বঙ্গে। উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকতে শুরু করবে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে শুরু করবে। আবহবিদরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে শীতের আমেজ অনুভূত হবে। তবে বঙ্গে শীতকাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে নয়। এখন শুষ্ক আবহাওয়া চলবে। সর্বনিম্ন তাপমাত্রার নীচে নামার মাধ্যমেই ঠান্ডার অনুভূতি মিলবে। বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। সাগরে কোনও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার হদিশ নেই। ফলে সব মিলিয়ে গরম ঠান্ডা কুয়াশা মিলিয়ে শীত আসার প্রস্তুতি।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 47 শতাংশ।