ETV Bharat / state

সপ্তাহজুড়ে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাড়বে অস্বস্তিকর গরম - WEATHER UPDATE IN BENGAL

WEATHER UPDATE IN BENGAL: রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ কলকাতার আবহাওয়াও আগামী কয়েকদিনে বিশেষ পরিবর্তন হবে না জানিয়েছে হাওয়া অফিস ৷

WEATHER UPDATE IN BENGAL
সপ্তাহজুড়ে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 6:55 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: শহর কলকাতা ও রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে সপ্তাহজুড়ে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়ছে ৷ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

সমুদ্রে পৃষ্ঠে ঘনীভূত নিম্নচাপ গাঙ্গেয় বঙ্গের সঙ্গে দুরত্ব বাড়িয়েছে ৷ ফলে রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ৷ তবে এই বৃষ্টিপাতও হবে বিক্ষিপ্তভাবে ৷ এইসব ক্ষেত্রে স্থানীয় মেঘের কারণেও হঠাৎ বৃষ্টি রাজ্যবাসীকে অস্বস্তিতে ফেলছে ৷ পাশাপাশি থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও ৷

অগস্ট মাসে একাধিক নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ৷ তার জেরে ঘাটতি কমে গিয়েছে ৷ চলতি মাসে প্রথম সপ্তাহে হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ৷ যদিও বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে ফের বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে ৷

এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি পরিস্থিতির ছবিটাও দক্ষিণবঙ্গের মত ৷ সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। গতমাসে বৃষ্টির পরিসংখ্যানে উত্তরবঙ্গ পিছিয়ে থাকলেও সেখানে বৃষ্টির সামগ্রিক পরিসংখ্যানে উদ্বৃত্ত রয়েছে ৷ ভাদ্র মাসে প্যাচপ্যাচে গরম অনুভূত হবে উত্তরেও ৷ বৃষ্টি পরিস্থিতি থাকায় এতদিন তা অনুভূত হচ্ছিল না। কিন্তু এখন রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে ৷ সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে পাহাড় এবং সমতল দুই জায়গাতেই ৷

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 89 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ।

কলকাতা, 3 সেপ্টেম্বর: শহর কলকাতা ও রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে সপ্তাহজুড়ে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়ছে ৷ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

সমুদ্রে পৃষ্ঠে ঘনীভূত নিম্নচাপ গাঙ্গেয় বঙ্গের সঙ্গে দুরত্ব বাড়িয়েছে ৷ ফলে রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ৷ তবে এই বৃষ্টিপাতও হবে বিক্ষিপ্তভাবে ৷ এইসব ক্ষেত্রে স্থানীয় মেঘের কারণেও হঠাৎ বৃষ্টি রাজ্যবাসীকে অস্বস্তিতে ফেলছে ৷ পাশাপাশি থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও ৷

অগস্ট মাসে একাধিক নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ৷ তার জেরে ঘাটতি কমে গিয়েছে ৷ চলতি মাসে প্রথম সপ্তাহে হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ৷ যদিও বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে ফের বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে ৷

এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি পরিস্থিতির ছবিটাও দক্ষিণবঙ্গের মত ৷ সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। গতমাসে বৃষ্টির পরিসংখ্যানে উত্তরবঙ্গ পিছিয়ে থাকলেও সেখানে বৃষ্টির সামগ্রিক পরিসংখ্যানে উদ্বৃত্ত রয়েছে ৷ ভাদ্র মাসে প্যাচপ্যাচে গরম অনুভূত হবে উত্তরেও ৷ বৃষ্টি পরিস্থিতি থাকায় এতদিন তা অনুভূত হচ্ছিল না। কিন্তু এখন রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে ৷ সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে পাহাড় এবং সমতল দুই জায়গাতেই ৷

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 89 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.