ETV Bharat / state

উচ্চমাধ্যমিকে প্রথম, রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সপ্তম, অভীকের লক্ষ্য মহাকাশ গবেষণা - WBJEE 2024 - WBJEE 2024

WBJEE 2024 7th Avik Das: উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও মিলেছে সফল্য ৷ পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছেন ৷ আর তারপর থেকেই মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনার জন্য আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আলিপুরদুয়ারের অভীক দাস ৷

WBJEE 2024 7th Avik Das
অভীক দাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 11:10 AM IST

আলিপুরদুয়ার, 10 জুন: উচ্চমাধ্যমিকে প্রথম, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম । আলিপুরদুয়ারের সেই অভীক দাসের লক্ষ্য মহাকাশ গবেষণা । উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করে অভীক ৷ এবার জয়েন্ট পরীক্ষাতেও জায়গা করে নিয়েছেন ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার এই ছাত্র ৷ ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগে ভর্তির প্রক্রিয়া শেষ করে ফেলেছেন তিনি ৷ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের পরই এই বিষয়ে তিনি আরও আত্মবিশ্বাসী বোধ করছেন ।

এই প্রসঙ্গে অভীক জানান, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও তিনি সর্বভারতীয় পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট), জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন মেন এবং জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড-এও ভালো ফলাফল করেছেন । জেইই মেন-এ তিনি 99.98 শতাংশ এবং নিটে 720-এর মধ্যে 705 নম্বর পেয়েছেন ।

অভীকের লক্ষ্য মহাকাশের রহস্য ভেদ করা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে পড়াশোনার মাধ্যমে তিনি এই স্বপ্ন পূরণ করতে চান । তাঁর সাফল্য অন্যদের অনুপ্রেরণা জোগাবে । কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পই তাঁকে এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে বলে জানিয়েছেন অভীক । তাঁর বাবা প্রবীর কুমার দাস একজন শিক্ষক । ছেলের সাফল্যে তিনি অত্যন্ত গর্বিত ।

তিনি জানান, সর্বভারতীয় পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির ফলেই রাজ্য পরীক্ষাতেও ছেলে ভালো করতে পেরেছেন । অভীক নিয়মিত পড়াশোনার পাশাপাশি গল্পের বই, উপন্যাস, বিশেষ করে শার্লক হোমসের কাহিনীও পড়তেন আলিপুরদুয়ারের অভীক। এছাড়া, তিনি বিরাট কোহলির খেলা দেখতেও ভালোবাসেন বলে জানিয়েছেন অভীকের বাবা ।

আলিপুরদুয়ার, 10 জুন: উচ্চমাধ্যমিকে প্রথম, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম । আলিপুরদুয়ারের সেই অভীক দাসের লক্ষ্য মহাকাশ গবেষণা । উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করে অভীক ৷ এবার জয়েন্ট পরীক্ষাতেও জায়গা করে নিয়েছেন ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার এই ছাত্র ৷ ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগে ভর্তির প্রক্রিয়া শেষ করে ফেলেছেন তিনি ৷ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের পরই এই বিষয়ে তিনি আরও আত্মবিশ্বাসী বোধ করছেন ।

এই প্রসঙ্গে অভীক জানান, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও তিনি সর্বভারতীয় পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট), জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন মেন এবং জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড-এও ভালো ফলাফল করেছেন । জেইই মেন-এ তিনি 99.98 শতাংশ এবং নিটে 720-এর মধ্যে 705 নম্বর পেয়েছেন ।

অভীকের লক্ষ্য মহাকাশের রহস্য ভেদ করা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে পড়াশোনার মাধ্যমে তিনি এই স্বপ্ন পূরণ করতে চান । তাঁর সাফল্য অন্যদের অনুপ্রেরণা জোগাবে । কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পই তাঁকে এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে বলে জানিয়েছেন অভীক । তাঁর বাবা প্রবীর কুমার দাস একজন শিক্ষক । ছেলের সাফল্যে তিনি অত্যন্ত গর্বিত ।

তিনি জানান, সর্বভারতীয় পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির ফলেই রাজ্য পরীক্ষাতেও ছেলে ভালো করতে পেরেছেন । অভীক নিয়মিত পড়াশোনার পাশাপাশি গল্পের বই, উপন্যাস, বিশেষ করে শার্লক হোমসের কাহিনীও পড়তেন আলিপুরদুয়ারের অভীক। এছাড়া, তিনি বিরাট কোহলির খেলা দেখতেও ভালোবাসেন বলে জানিয়েছেন অভীকের বাবা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.