ETV Bharat / state

'মানুষের মনের কথা শুনেছি, 200 আসনও পাবে না বিজেপি', দাবি মমতার - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee Slams PM Modi: একাধিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে আলোচনায় বসারও ডাক দিলেন মমতা।

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 7:32 PM IST

Updated : May 23, 2024, 9:46 PM IST

কলকাতা, 23 মে: বিজেপির আসন সংখ্যা 200 পেরবে না। উত্তর কলকাতার সভা থেকে আরও একবার এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি ভোট পাবে না। আর তাই 200 আসনও পার করবে না। তাঁর কথায়, "আমি মানুষের মনের কথা শুনে বলছি, বিজেপি 200 আসন পাবে না। গ্যারেন্টি-ম্যাজিক কাজ করছে না। ম্যাজিক ঘুমিয়ে পড়েছে। সমস্ত ম্যাজিশিয়ানরাও ঘুমিয়ে পড়েছেন।"

এরপর অন্য একটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর কথায়, "মোদিবাবু মহাশয়কে বলছি, আপনি জায়গা ঠিক করুন। মঞ্চ ঠিক করুন। আপনার টেলিপ্রম্পটার থাকুক। দশ জন অফিসারকেও রেখে দিন দরকার মনে করলে। সেখানে আমি থাকব। আর সাংবাদিকরা থাকবেন। তাঁরা নিজের মতো প্রশ্ন করবেন। এখন যেমন আগে থেকে প্রশ্ন শিখিয়ে উত্তর দেন তেমন নয়। তাঁরা নিজেদের মন থেকে প্রশ্ন করবেন। আমি আর আপনি উত্তর দেব । কে ঠিক কে ভুল সেটা তখনই দেখা যাবে!"

নির্বাচনের সব খবর পেতে ক্লিক করুন এখানে

ভাষণের একটি অংশে সরাসরি মোদিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আপনার (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) থেকে বেশি দেশ আমি চিনি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে সাতবার সাংসদ ছিলাম। রেলমন্ত্রীও ছিলাম।" এরপরই আসে 1992 সালের ডিসেম্বর মাসের প্রসঙ্গ। 6 তারিখ বাবরি মসজিদ ভাঙা হয়। মমতা বলেন, "সে সময় কেউ রাস্তায় ছিল না। কিন্তু আমি ছিলাম। মহাকরণে গিয়ে জ্যোতি বসুর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে প্রশাসনকে সাহায্য করতে পারি ?" সে সময় একদিন মাদার টেরিজার সঙ্গেও দেখা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান। শিয়ালদার কাছে মমতাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন মাদার।

আরও পড়ুন: কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির

এরপর অন্য একটি প্রসঙ্গেও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেন মমতা। বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন, ইন্ডিয়া শিবির ক্ষমতায় এলে এস-এসটি এবং ওবিসির সংরক্ষণ সংখ্যালঘুদের দিয়ে দেবে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে মমতা জানান, এমন কোনও কিছুই হবে না। পাশাপাশি সংবিধানে এমন কিছু বলাও নেই। ভোটের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদি।

কে কী খাবে তা ঠিক করে দিতে চায় বিজেপি- বিরোধীদের এই অভিযোগও নতুন নয় রাজনৈতিক মহলের কাছে । এ নিয়ে আরও একবার সরব হয়েছেন মমতা। টেনে এনেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের প্রসঙ্গও। মমতা বলেন, "বেচারা তেজস্বী একদিন হেলিকপ্টারে বসে দুটো রুটি আর তরকারি খাচ্ছিল। সঙ্গে মাছ ভাজাও ছিল। সেটা নিয়েও এরা সমালোচনা করছে। বলছে, মাছ কেন খাবে? আমি বলি, মাছ খাবে না তো কী খাবে! যার যা ইচ্ছা তাই খাবে।"

আরও পড়ুন: মহিলা-তরুণদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, বাংলায় টুইট মোদির

কলকাতা, 23 মে: বিজেপির আসন সংখ্যা 200 পেরবে না। উত্তর কলকাতার সভা থেকে আরও একবার এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি ভোট পাবে না। আর তাই 200 আসনও পার করবে না। তাঁর কথায়, "আমি মানুষের মনের কথা শুনে বলছি, বিজেপি 200 আসন পাবে না। গ্যারেন্টি-ম্যাজিক কাজ করছে না। ম্যাজিক ঘুমিয়ে পড়েছে। সমস্ত ম্যাজিশিয়ানরাও ঘুমিয়ে পড়েছেন।"

এরপর অন্য একটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর কথায়, "মোদিবাবু মহাশয়কে বলছি, আপনি জায়গা ঠিক করুন। মঞ্চ ঠিক করুন। আপনার টেলিপ্রম্পটার থাকুক। দশ জন অফিসারকেও রেখে দিন দরকার মনে করলে। সেখানে আমি থাকব। আর সাংবাদিকরা থাকবেন। তাঁরা নিজের মতো প্রশ্ন করবেন। এখন যেমন আগে থেকে প্রশ্ন শিখিয়ে উত্তর দেন তেমন নয়। তাঁরা নিজেদের মন থেকে প্রশ্ন করবেন। আমি আর আপনি উত্তর দেব । কে ঠিক কে ভুল সেটা তখনই দেখা যাবে!"

নির্বাচনের সব খবর পেতে ক্লিক করুন এখানে

ভাষণের একটি অংশে সরাসরি মোদিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আপনার (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) থেকে বেশি দেশ আমি চিনি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে সাতবার সাংসদ ছিলাম। রেলমন্ত্রীও ছিলাম।" এরপরই আসে 1992 সালের ডিসেম্বর মাসের প্রসঙ্গ। 6 তারিখ বাবরি মসজিদ ভাঙা হয়। মমতা বলেন, "সে সময় কেউ রাস্তায় ছিল না। কিন্তু আমি ছিলাম। মহাকরণে গিয়ে জ্যোতি বসুর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে প্রশাসনকে সাহায্য করতে পারি ?" সে সময় একদিন মাদার টেরিজার সঙ্গেও দেখা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান। শিয়ালদার কাছে মমতাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন মাদার।

আরও পড়ুন: কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির

এরপর অন্য একটি প্রসঙ্গেও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেন মমতা। বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন, ইন্ডিয়া শিবির ক্ষমতায় এলে এস-এসটি এবং ওবিসির সংরক্ষণ সংখ্যালঘুদের দিয়ে দেবে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে মমতা জানান, এমন কোনও কিছুই হবে না। পাশাপাশি সংবিধানে এমন কিছু বলাও নেই। ভোটের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদি।

কে কী খাবে তা ঠিক করে দিতে চায় বিজেপি- বিরোধীদের এই অভিযোগও নতুন নয় রাজনৈতিক মহলের কাছে । এ নিয়ে আরও একবার সরব হয়েছেন মমতা। টেনে এনেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের প্রসঙ্গও। মমতা বলেন, "বেচারা তেজস্বী একদিন হেলিকপ্টারে বসে দুটো রুটি আর তরকারি খাচ্ছিল। সঙ্গে মাছ ভাজাও ছিল। সেটা নিয়েও এরা সমালোচনা করছে। বলছে, মাছ কেন খাবে? আমি বলি, মাছ খাবে না তো কী খাবে! যার যা ইচ্ছা তাই খাবে।"

আরও পড়ুন: মহিলা-তরুণদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, বাংলায় টুইট মোদির

Last Updated : May 23, 2024, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.