ETV Bharat / state

সপ্তাহের শুরুতেই বন্ধ পানীয় জল, সমস্যায় কলকাতা-বিধাননগর-শহরতলি - KMC WATER SUPPLY

সপ্তাহের শুরুতেই জল সরবরাহ পরিষেবা বন্ধ থাকবে কলকাতা, বিধাননগর ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় ৷ মঙ্গলবার সকালে আবার পরিষেবা স্বাভাবিক হবে ৷

KMC Water Supply Disruption
কলকাতা পুরনিগমের জল সরবরাহ বন্ধ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 5:04 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: সপ্তাহের শুরুতেই দিনভর জল শূন্য থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকা ৷ একই সমস্যা হবে বিধাননগর-সহ কলকাতা লাগোয়া শহরতলিতে ৷ সোমবার 16 ডিসেম্বর সকালে পানীয় জল সরবরাহ পরিষেবা বন্ধ থাকবে ৷ পরের দিন 17 ডিসেম্বর মঙ্গলবার সকালে স্বাভাবিক হবে ৷

প্রভাবিত হবে কোন কোন এলাকা ?

টালা ও পলতা দুই জায়গায় সংস্কারে কাজের জেরে

  • উত্তর কলকাতা
  • মধ্য কলকাতা,
  • পূর্ব কলকাতার কিছু অংশ
  • পশ্চিম কলকাতা,
  • সল্টলেক, নবদিগন্ত, এবং পানিহাটি, কামারহাটিতে জল মিলবে না।

    কী কাজ করবে পুরনিগম ?
    টালার জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে প্রায় সাড়ে চার বছর পর আমূল সংস্কার হচ্ছে ৷ এই গুরুত্বপূর্ণ দুই জায়গায় সংস্কারের কাজ করতে চলেছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ৷ তার জেরেই বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা ৷ সোমবার দিনভর কলকাতা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা থাকবে জল শূন্য ৷ প্রথমে এই কাজ গত শনিবার করার কথা থাকলেও বিয়ের অনুষ্ঠানের তারিখ থাকায় দেরি হয় ৷ পিছিয়ে দেওয়া হয় ৷ সেই কাজ হবে সোমবার ৷

কাজের ফলে টালা থেকে যে সমস্ত জলের লাইন গিয়েছে, সব ক'টিতেই সরবরাহ বন্ধ থাকছে ৷ তাই কলকাতায় উত্তর অংশ, মধ্য কলকাতাই শুধু নয়, বিধাননগর কর্পোরেশন এলাকার সল্টলেক বিস্তীর্ণ এলাকা, নবদিগন্ত ছাড়াও বিটি রোডের দুই পারে থাকা কামারহাটী, পানিহাটি, বরাহনগর মিউনিসিপ্যালিটির কিছু কিছু অংশ জল শূন্য থাকবে ৷ কারণ টালা ও পলতা- এই দুই জায়গা ও তার মধ্যবর্তী পাইপ লাইনে চলবে মেরামতি কাজ ৷

KMC Water Supply Disruption
কলকাতা পুরনিগমের জল সরবরাহ বন্ধের নোটিশ (ইটিভি ভারত)

বৈদ্যুতিক যন্ত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম হবে এই দুই জায়গায় ৷ বদল করা হবে একাধিক ভাল্ভ ৷ বেশকিছু যন্ত্র মেরামত করা হবে ৷ এই কাজ করা হবে 16 তারিখ সকাল 11 টা থেকে ৷ পলতা জল পরিশোধন কেন্দ্র ও টালা ট্যাঙ্ক দুই জায়গায় একইসঙ্গে কাজ চলবে ৷ আর এই দুই জায়গার মধ্যবর্তী যে সমস্ত পাইপ ও তার শাখা পাইপ গিয়েছে, সেগুলির একাধিক জায়গায় থাকা ছোট-বড় লিকেজ সারাই হবে ৷

16 ডিসেম্বর সোমবার সকাল ন'টা পর্যন্ত যেমন পানীয় জল দেওয়া হয় তেমনটা দেওয়া হবে ৷ তারপর থেকে আর শহরবাসী জল পাবেন না ৷ ফের পরের দিন 17 ডিসেম্বর মঙ্গলবার আবার পরিষেবা স্বাভাবিক হবে ৷ ভোর থেকে পানীয় জল মিলবে ৷

কলকাতা, 15 ডিসেম্বর: সপ্তাহের শুরুতেই দিনভর জল শূন্য থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকা ৷ একই সমস্যা হবে বিধাননগর-সহ কলকাতা লাগোয়া শহরতলিতে ৷ সোমবার 16 ডিসেম্বর সকালে পানীয় জল সরবরাহ পরিষেবা বন্ধ থাকবে ৷ পরের দিন 17 ডিসেম্বর মঙ্গলবার সকালে স্বাভাবিক হবে ৷

প্রভাবিত হবে কোন কোন এলাকা ?

টালা ও পলতা দুই জায়গায় সংস্কারে কাজের জেরে

  • উত্তর কলকাতা
  • মধ্য কলকাতা,
  • পূর্ব কলকাতার কিছু অংশ
  • পশ্চিম কলকাতা,
  • সল্টলেক, নবদিগন্ত, এবং পানিহাটি, কামারহাটিতে জল মিলবে না।

    কী কাজ করবে পুরনিগম ?
    টালার জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে প্রায় সাড়ে চার বছর পর আমূল সংস্কার হচ্ছে ৷ এই গুরুত্বপূর্ণ দুই জায়গায় সংস্কারের কাজ করতে চলেছে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ ৷ তার জেরেই বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা ৷ সোমবার দিনভর কলকাতা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা থাকবে জল শূন্য ৷ প্রথমে এই কাজ গত শনিবার করার কথা থাকলেও বিয়ের অনুষ্ঠানের তারিখ থাকায় দেরি হয় ৷ পিছিয়ে দেওয়া হয় ৷ সেই কাজ হবে সোমবার ৷

কাজের ফলে টালা থেকে যে সমস্ত জলের লাইন গিয়েছে, সব ক'টিতেই সরবরাহ বন্ধ থাকছে ৷ তাই কলকাতায় উত্তর অংশ, মধ্য কলকাতাই শুধু নয়, বিধাননগর কর্পোরেশন এলাকার সল্টলেক বিস্তীর্ণ এলাকা, নবদিগন্ত ছাড়াও বিটি রোডের দুই পারে থাকা কামারহাটী, পানিহাটি, বরাহনগর মিউনিসিপ্যালিটির কিছু কিছু অংশ জল শূন্য থাকবে ৷ কারণ টালা ও পলতা- এই দুই জায়গা ও তার মধ্যবর্তী পাইপ লাইনে চলবে মেরামতি কাজ ৷

KMC Water Supply Disruption
কলকাতা পুরনিগমের জল সরবরাহ বন্ধের নোটিশ (ইটিভি ভারত)

বৈদ্যুতিক যন্ত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম হবে এই দুই জায়গায় ৷ বদল করা হবে একাধিক ভাল্ভ ৷ বেশকিছু যন্ত্র মেরামত করা হবে ৷ এই কাজ করা হবে 16 তারিখ সকাল 11 টা থেকে ৷ পলতা জল পরিশোধন কেন্দ্র ও টালা ট্যাঙ্ক দুই জায়গায় একইসঙ্গে কাজ চলবে ৷ আর এই দুই জায়গার মধ্যবর্তী যে সমস্ত পাইপ ও তার শাখা পাইপ গিয়েছে, সেগুলির একাধিক জায়গায় থাকা ছোট-বড় লিকেজ সারাই হবে ৷

16 ডিসেম্বর সোমবার সকাল ন'টা পর্যন্ত যেমন পানীয় জল দেওয়া হয় তেমনটা দেওয়া হবে ৷ তারপর থেকে আর শহরবাসী জল পাবেন না ৷ ফের পরের দিন 17 ডিসেম্বর মঙ্গলবার আবার পরিষেবা স্বাভাবিক হবে ৷ ভোর থেকে পানীয় জল মিলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.