ETV Bharat / state

খাবারের খোঁজে গোডাউনে 'তোলাবাজি' রামলালের ! দেখুন ভিডিয়ো - Elephant Viral Video - ELEPHANT VIRAL VIDEO

Elephant attacks Rice Mill: খাবারের খোঁজে ফের লোকালয়ে হানা দিল গজরাজ 'রামলাল' ৷ শুড় দিয়ে সটান গোডাউনের শাটার ভেঙে বের করে আনল বস্তা ভরতি চাল ৷ এরপর বস্তা ফাটিয়ে মাটিতে ফেলে খেতে শুরু করল সেই চাল ৷ দেখুন জঙ্গলী হাতির এই আবাক করা কাণ্ডকারখানা ৷

Elephant attacks Rice Mill
Elephant attacks Rice Mill
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 1:36 PM IST

গোডাউনে 'তোলাবাজি' রামলালের !

কলসিভাঙা, 30 মার্চ: আবার খবরের শিরোনামে জঙ্গলমহলের 'ডাকু' রামলাল । তবে এবার রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে খাবারের 'তোলাবাজি' নয়, বরং সটান গোডাউনে হানা দিল গজরাজ ৷ শুড় দিয়ে শাটার ভেঙে বের করে নিল বস্তা বস্তা চাল ৷ নিমিষে এই জঙ্গলি হাতি সাবাড় করে দিল একের পর এক বস্তার সেই চালও । যদিও বনদফতর কর্মীদের প্রচেষ্টায় শেষে জঙ্গলে ফেরানো হয় তাকে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের কলসিভাঙা গ্রামে ৷

এই রামলালের অবাধ বিচরণ জঙ্গলমহল এলাকায় । বিশেষ করে ঝাড়গ্রামে তার বসবাসের মূল জায়গা । তবে সে মাঝে মধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে ঢুকে পড়ে । কখনও বা বাঁকুড়ার দিকে চলে যায় । রামলালের কীর্তির শেষ নেই ৷ এই জঙ্গলি হাতি জঙ্গলের সড়কের মাঝখানে দাঁড়িয়ে পরে ৷ এরপর রাস্তায় যাতায়াত করা একের পর এক লরির থেকে তোলা আদায় করে । যদিও তোলা মানে টাকা নয়, খাবার । কখনও ফলমূল আবার কখনও বা শাক সবজি গাড়ি থেকে তুলে নেয় সে ৷ যদিও চালকরা রামলালের কাজে কোনরকম প্রতিবাদ করে না ৷ যেমন পারে নিজের মতো খাবার নিয়ে নেয় হাতিটি । ফলে এই রামলাল জঙ্গলমহল এলাকার মানুষের কাছে চিরপরিচিত মুখ । তবে এবার রামলালের এফসিআই গোডাউনে হানা দেওয়ার নতুন কীর্তিতে হতবাক সকলে ।

মূলত খাবারের খোঁজেই রামলাল ঢুকে পড়ে মেদিনীপুর সদর ব্লকের কলসিভাঙার এফসিআইয়ের গুদামে । গোডাউনের লোহার রোলিং শাটার নিমেষে শুড় দিয়ে ভেঙে ফেলে এই জঙ্গলি হাতি ৷ এরপর একের পর এক বস্তা ফাটিয়ে চাল খাওয়া শুরু করে । কিছু কিছু চালের বস্তা আবার বাইরে বের করে নিয়ে আসে ৷ এই ঘটনা জানাজানি হতে সেখানে জড়ো হয় এলাকার মানুষজন । বহু মানুষের হৈ হট্টগোল ও চিৎকার চেঁচামেচিতে যদিও কোনও ভ্রুক্ষেপ করেনি জঙ্গলমহলের এই 'ডাকু' রামলাল । পেট ভরে খেয়ে আবার গজগামিনী ছন্দে রামলাল ফেরে জঙ্গলে । যদিও শেষে বন দফতরের কর্মীরা পৌঁছে রামলালকে সেখান থেকে গভীর জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন ।

লোকসভা ভোটের আগে রাজনৈতিক পারদ চড়ছে ৷ প্রার্থীদের প্রচারের মধ্যেই রামলালের কীর্তি নতুন সংযোজন করেছে মানুষের মনে । ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে বিভিন্ন সোশাল সাইটে ।

আরও পড়ুন:

  1. বিন্নাগুড়ি সেনা ছাউনিতে আবির খেলায় ব্যস্ত গজরাজ, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
  2. খাবারের সন্ধানে ফুলবাড়ির লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতি
  3. ঘন কুয়াশার মাঝে লোকালয়ে হাতির হানা আলিপুরদুয়ারে, দেখুন ভিডিয়ো

গোডাউনে 'তোলাবাজি' রামলালের !

কলসিভাঙা, 30 মার্চ: আবার খবরের শিরোনামে জঙ্গলমহলের 'ডাকু' রামলাল । তবে এবার রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে খাবারের 'তোলাবাজি' নয়, বরং সটান গোডাউনে হানা দিল গজরাজ ৷ শুড় দিয়ে শাটার ভেঙে বের করে নিল বস্তা বস্তা চাল ৷ নিমিষে এই জঙ্গলি হাতি সাবাড় করে দিল একের পর এক বস্তার সেই চালও । যদিও বনদফতর কর্মীদের প্রচেষ্টায় শেষে জঙ্গলে ফেরানো হয় তাকে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের কলসিভাঙা গ্রামে ৷

এই রামলালের অবাধ বিচরণ জঙ্গলমহল এলাকায় । বিশেষ করে ঝাড়গ্রামে তার বসবাসের মূল জায়গা । তবে সে মাঝে মধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে ঢুকে পড়ে । কখনও বা বাঁকুড়ার দিকে চলে যায় । রামলালের কীর্তির শেষ নেই ৷ এই জঙ্গলি হাতি জঙ্গলের সড়কের মাঝখানে দাঁড়িয়ে পরে ৷ এরপর রাস্তায় যাতায়াত করা একের পর এক লরির থেকে তোলা আদায় করে । যদিও তোলা মানে টাকা নয়, খাবার । কখনও ফলমূল আবার কখনও বা শাক সবজি গাড়ি থেকে তুলে নেয় সে ৷ যদিও চালকরা রামলালের কাজে কোনরকম প্রতিবাদ করে না ৷ যেমন পারে নিজের মতো খাবার নিয়ে নেয় হাতিটি । ফলে এই রামলাল জঙ্গলমহল এলাকার মানুষের কাছে চিরপরিচিত মুখ । তবে এবার রামলালের এফসিআই গোডাউনে হানা দেওয়ার নতুন কীর্তিতে হতবাক সকলে ।

মূলত খাবারের খোঁজেই রামলাল ঢুকে পড়ে মেদিনীপুর সদর ব্লকের কলসিভাঙার এফসিআইয়ের গুদামে । গোডাউনের লোহার রোলিং শাটার নিমেষে শুড় দিয়ে ভেঙে ফেলে এই জঙ্গলি হাতি ৷ এরপর একের পর এক বস্তা ফাটিয়ে চাল খাওয়া শুরু করে । কিছু কিছু চালের বস্তা আবার বাইরে বের করে নিয়ে আসে ৷ এই ঘটনা জানাজানি হতে সেখানে জড়ো হয় এলাকার মানুষজন । বহু মানুষের হৈ হট্টগোল ও চিৎকার চেঁচামেচিতে যদিও কোনও ভ্রুক্ষেপ করেনি জঙ্গলমহলের এই 'ডাকু' রামলাল । পেট ভরে খেয়ে আবার গজগামিনী ছন্দে রামলাল ফেরে জঙ্গলে । যদিও শেষে বন দফতরের কর্মীরা পৌঁছে রামলালকে সেখান থেকে গভীর জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন ।

লোকসভা ভোটের আগে রাজনৈতিক পারদ চড়ছে ৷ প্রার্থীদের প্রচারের মধ্যেই রামলালের কীর্তি নতুন সংযোজন করেছে মানুষের মনে । ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে বিভিন্ন সোশাল সাইটে ।

আরও পড়ুন:

  1. বিন্নাগুড়ি সেনা ছাউনিতে আবির খেলায় ব্যস্ত গজরাজ, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
  2. খাবারের সন্ধানে ফুলবাড়ির লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতি
  3. ঘন কুয়াশার মাঝে লোকালয়ে হাতির হানা আলিপুরদুয়ারে, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.