কলকাতা, 22 জানুয়ারি: অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় । ক্যাম্পাসে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখানোতে বাধা দেওয়ার অভিযোগ উঠল একদল পড়ুয়ার বিরুদ্ধে । সেই নিয়ে অশান্তি ছড়ায় ৷ ক্যাম্পাসে ওঠে ‘রাম রাম’ স্লোগানও । তার পালটা ইনকিলাব স্লোগান দেয় বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা । উত্তেজনা সামাল দিতে আসেন সহ-উপাচার্য । তিনিও দু’পক্ষের ঝামেলায় পড়েন বলে অভিযোগ ।
জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গান্ধিভবনের সামনে দেখানো হচ্ছিল রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান । অভিযোগ, সেই সময় গান্ধিভবনের সামনে জোর হন একদল পড়ুয়া । তখন তাঁদের বাধা দিতে আসে কর্তৃপক্ষ । সেই সময় তাঁরা বিশ্বিবদ্যালয়ের গ্রিনজোনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । একে অপরের হাত ধরে বসে পড়েন তাঁরা । তার সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে তাঁরা । ঠিক তখনই অপরপ্রান্ত থেকে একদল বাম ছাত্র সংগঠন এসে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন ।
দু’পক্ষ পড়ুয়ার এই সংঘর্ষের মাঝে দাঁড়ান সহ-উপাচার্য সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা । অভিযোগ, দু’পক্ষের এই সংঘর্ষে মধ্যে আহত হন সহ-উপাচার্য অমিতাভ দত্ত । দু’পক্ষের ধস্তাধস্তির ফলে আহত হন অমিতাভ দত্ত । তাঁর জামার বোতাম ছিঁড়ে যায় । বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান মুকুলচন্দ্র দাসের চশমা ভেঙে যায় । এছাড়াও নিরাপত্তা বিভাগের নির্নিমেশ রায় আহত হন । তাঁর সঙ্গে আহত হন বহু পড়ুয়াও ।
অভিযোগ, এই রাম মন্দির উদ্বোধন দেখানোর অনুষ্ঠানে বহু বহিরাগতরা উপস্থিত ছিলেন । তারাই এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন । অভিযোগ, সাদা সোয়েটার পরা একটি ছেলে শিক্ষকদের মারধর করেন ৷ তিনি বহিরাগত ৷ পরে বিষয়টি আয়োজকদের কাছে জানানো হয় শিক্ষকদের তরফে ৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, এ দিন বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরের কেউ ছিলেন বলে তাঁর চোখে পড়েনি ৷ বড় কোনও গোলমাল হয়নি ৷
পরিস্থিতি সামাল দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিটি গেট ঘোরে কর্তৃপক্ষ৷ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে । তাই ফের যাতে এরূপ পরিস্থিতি তৈরি না হয়, তাই বিশ্ববিদ্যালয় চত্বর বারবার পরিদর্শন করছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এমনকি আজকের দিনে অন্যান্য ছাত্র সংগঠনগুলির যে সমস্ত অনুষ্ঠান ছিল, সেইগুলোও আজ বন্ধ রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
এদিকে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ভিউতে একটি অনুষ্ঠান ছিল এসএফআই-এর । তবে আজ যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিতর কোনোরকম কর্মসূচির অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ । তাই সেটা চার নম্বর গেটের বাইরে করা হবে বলেই শেষ পর্যন্ত খবর ৷
আরও পড়ুন: