ETV Bharat / state

ভোট মিটতেই ভাটপাড়ায় বিজেপির বুথ এজেন্টদের মারধর, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ভোট মিটতেই অশান্ত হয়ে উঠল ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া । মাথা ফাটল বিজেপির বুথ এজেন্টের । ঘটনাস্থলে গিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে দুষলেন বিজেপির অর্জুন সিং ।

Lok Sabha Election 2024
বিজেপি প্রার্থী অর্জুন সিং (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 2:58 PM IST

পার্থ ভৌমিককে দুষলেন অর্জুন সিং (ইটিভি ভারত)

ভাটপাড়া, 21 মে: লোকসভা ভোট মিটতেই অশান্ত ভাটপাড়া ৷ ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট শেষ হওয়ার পরই বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগ ৷ মাথা ফাটল বিজেপির বুথ এজেন্টের ৷ এই ঘটনায় বিজেপির কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে গিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে বিজেপি কর্মীদের মারধরের জন্য কাঠগড়ায় তুললেন ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ।

বিজেপি প্রার্থী বলেন, "পার্থ ভৌমিক হেরে যাওয়ার ভয়ে ভোট শেষ হতেই অশান্তি শুরু করেছে ৷ আমাদের বুথ এজেন্টদের মারধর ও গালিগালাজ করা হয়েছে ৷ এর পিছনে রয়েছে রাজা দাস ও রবি তিওয়ারি বলে দু’জন তৃণমূলের দুষ্কৃতী ৷ পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি ৷ পার্থ ভৌমিকের সাদা চেহারায় কালির দাগ লেগে যাচ্ছে ৷ ভোট মিটতে গুণ্ডামি শুরু করেছে ৷" পার্থ ভৌমিককে হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, "গুণ্ডামির জবাব যখন মিলবে তখন আর সামলাতে পারবে না ৷"

জানা গিয়েছে, পঞ্চম দফায় সোমবার ভোট ছিল ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৷ শান্তির উপর ভোটপর্ব মিটলেও সন্ধের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ ভাটপাড়ার 16, 22 এবং 9 নম্বর এই তিনটি ওয়ার্ডের বিজেপি বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করেছে ৷ এমনটাই অভিযোগ করা হয়ে বিজেপি কর্মীদের তরফে । আহত কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখতে যান ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং । এর মধ্যে গুরুতর আহত হন সামুদিন আনসারি ৷ তাঁকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজে অ্যাম্বুলেন্সে তুলে দেন ।

আহত বিজেপি কর্মী ফিরোজ আলম আনসারি বলেন, "ভোট শেষ হয়ে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলাম ৷ তখন 7টা 45 বাজে ৷ সেই সময় হঠাৎ তৃণমূলের দুই দুষ্কৃতী এসে আমাকে মারধর করে ৷ চুরির ঘটনার জড়িত তাদের মধ্যে একজন দুষ্কৃতী ৷ এর আগেও হামলা হয় আমার উপর ৷ বাড়ি ভাঙচুর করা হয়েছিল ৷ আজকে আমার হামলা করা হল ৷ তবে বিদায়ী সাংসদ অর্জুন সিং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷" যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে কারও প্রতিক্রিয়া মেলেনি ৷ তবে সূত্রের তরফে জানা গিয়েছে, মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷

আরও পড়ুন:

  1. ব‍্যারাকপুরে ভোটের শুরুতেই উত্তেজনা, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের
  2. বিক্ষোভের মুখে অর্জুন, গো-ব্যাক স্লোগান-কালো পতাকায় অস্বস্তিতে পদ্মপ্রার্থী
  3. ব‍্যারাকপুরে তৃণমূলের বিক্ষোভে ভাঙল গাড়ি, 'প্রাণ বাঁচাতে' এলাকা ছাড়লেন কৌস্তভ

পার্থ ভৌমিককে দুষলেন অর্জুন সিং (ইটিভি ভারত)

ভাটপাড়া, 21 মে: লোকসভা ভোট মিটতেই অশান্ত ভাটপাড়া ৷ ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট শেষ হওয়ার পরই বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগ ৷ মাথা ফাটল বিজেপির বুথ এজেন্টের ৷ এই ঘটনায় বিজেপির কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে গিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে বিজেপি কর্মীদের মারধরের জন্য কাঠগড়ায় তুললেন ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ।

বিজেপি প্রার্থী বলেন, "পার্থ ভৌমিক হেরে যাওয়ার ভয়ে ভোট শেষ হতেই অশান্তি শুরু করেছে ৷ আমাদের বুথ এজেন্টদের মারধর ও গালিগালাজ করা হয়েছে ৷ এর পিছনে রয়েছে রাজা দাস ও রবি তিওয়ারি বলে দু’জন তৃণমূলের দুষ্কৃতী ৷ পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি ৷ পার্থ ভৌমিকের সাদা চেহারায় কালির দাগ লেগে যাচ্ছে ৷ ভোট মিটতে গুণ্ডামি শুরু করেছে ৷" পার্থ ভৌমিককে হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, "গুণ্ডামির জবাব যখন মিলবে তখন আর সামলাতে পারবে না ৷"

জানা গিয়েছে, পঞ্চম দফায় সোমবার ভোট ছিল ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৷ শান্তির উপর ভোটপর্ব মিটলেও সন্ধের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ ভাটপাড়ার 16, 22 এবং 9 নম্বর এই তিনটি ওয়ার্ডের বিজেপি বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করেছে ৷ এমনটাই অভিযোগ করা হয়ে বিজেপি কর্মীদের তরফে । আহত কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখতে যান ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং । এর মধ্যে গুরুতর আহত হন সামুদিন আনসারি ৷ তাঁকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজে অ্যাম্বুলেন্সে তুলে দেন ।

আহত বিজেপি কর্মী ফিরোজ আলম আনসারি বলেন, "ভোট শেষ হয়ে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলাম ৷ তখন 7টা 45 বাজে ৷ সেই সময় হঠাৎ তৃণমূলের দুই দুষ্কৃতী এসে আমাকে মারধর করে ৷ চুরির ঘটনার জড়িত তাদের মধ্যে একজন দুষ্কৃতী ৷ এর আগেও হামলা হয় আমার উপর ৷ বাড়ি ভাঙচুর করা হয়েছিল ৷ আজকে আমার হামলা করা হল ৷ তবে বিদায়ী সাংসদ অর্জুন সিং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷" যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে কারও প্রতিক্রিয়া মেলেনি ৷ তবে সূত্রের তরফে জানা গিয়েছে, মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷

আরও পড়ুন:

  1. ব‍্যারাকপুরে ভোটের শুরুতেই উত্তেজনা, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের
  2. বিক্ষোভের মুখে অর্জুন, গো-ব্যাক স্লোগান-কালো পতাকায় অস্বস্তিতে পদ্মপ্রার্থী
  3. ব‍্যারাকপুরে তৃণমূলের বিক্ষোভে ভাঙল গাড়ি, 'প্রাণ বাঁচাতে' এলাকা ছাড়লেন কৌস্তভ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.