ETV Bharat / state

বাতাসে ঢুকছে জলীয় বাষ্প, ভরা বসন্তে তাই আজও বৃষ্টি বঙ্গে ! - West Bengal Weather Update

WB Weather Update: আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 6:46 AM IST

কলকাতা, 5 মার্চ: ঘূর্ণাবর্তের জেরে ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৷ সোমের পর মঙ্গলেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এর প্রভাবেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

এমনকী কলকাতাতেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ গত দু'দিন ধরেই বাংলার আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আনাগোনা লেগেই রয়েছে । বসন্তে বৃষ্টির এই ছবি বিরল । এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস বলছে, রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গে (মূলত পশ্চিমের জেলাগুলিতে) হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ৷

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার দু'টিতে অর্থাৎ, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে । ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে । ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাস থেকেই গরম বেশ ভালোরকমভাবে অনুভূত হবে । যা আদতে গ্রীষ্মের আবাহনী । ফেব্রুয়ারি মাসে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গ্রাফ গত 123 বছরের রেকর্ড ভেঙেছে । গত বছর দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলেছে । এবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. মঙ্গলে কী রয়েছে আপনার ভাগ্যে ? জানুন রাশিফলে
  2. বিচ্ছেদের ভিড় থেকে আগলে রাখুন আপনাদের জুটিকে, রইল সুস্থ সম্পর্কের চাবিকাঠি
  3. স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করুন স্টিলের বোতল, রইল সহজ পদ্ধতি

কলকাতা, 5 মার্চ: ঘূর্ণাবর্তের জেরে ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৷ সোমের পর মঙ্গলেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এর প্রভাবেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

এমনকী কলকাতাতেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ গত দু'দিন ধরেই বাংলার আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আনাগোনা লেগেই রয়েছে । বসন্তে বৃষ্টির এই ছবি বিরল । এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস বলছে, রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গে (মূলত পশ্চিমের জেলাগুলিতে) হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ৷

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার দু'টিতে অর্থাৎ, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে । ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে । ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাস থেকেই গরম বেশ ভালোরকমভাবে অনুভূত হবে । যা আদতে গ্রীষ্মের আবাহনী । ফেব্রুয়ারি মাসে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গ্রাফ গত 123 বছরের রেকর্ড ভেঙেছে । গত বছর দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলেছে । এবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. মঙ্গলে কী রয়েছে আপনার ভাগ্যে ? জানুন রাশিফলে
  2. বিচ্ছেদের ভিড় থেকে আগলে রাখুন আপনাদের জুটিকে, রইল সুস্থ সম্পর্কের চাবিকাঠি
  3. স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করুন স্টিলের বোতল, রইল সহজ পদ্ধতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.